ফতুল্লায় অভিযান চালিয়ে কিশোরগ্যাং ‘ডি কোম্পানি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

তারা হলো- ফতুল্লা থানার চর কাশিপুরের মৃত ইমরানের পুত্র বাপ্পী (২৯) ও পশ্চিম মাসদাইরের জাহাঙ্গীরের পুত্র  মো. ইমরান (৩০)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি। বুধবার (২৮ মে) রাতভর মাসদাইর এলাকায় একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করে ওই মাদক ও দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব। 

র‌্যাব-১১’এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি, পদাতিক জানান, ‘ডি কোম্পানি’ নামের এ কিশোর গ্যাং সম্প্রতি ফতুল্লা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে।

অস্ত্রের শোডাউন, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে তারা এলাকাবাসীর মাঝে ভয়ভীতি ছড়াচ্ছে। এছাড়াও তারা নগরীর বিভিন্ন স্থানে মাদক সেবন ও ব্যবসার সাথেও সক্রিয়ভাবে জড়িত।

তিনি আরও জানান, টাকার বিনিময়ে এই গ্যাং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণ করত এবং কিশোর বয়সী সদস্যদের বিপথগামী করে অপরাধে জড়িত করত।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। কিশোর গ্যাং নির্মূলে র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক

খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়। 

এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র। 

কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক