পাঁচ মাসের শিশুকে যৌন নির্যাতন, বৃদ্ধ আটক
Published: 28th, May 2025 GMT
মাদারীপুরে ৫ মাসের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রহিম বেপারী ওরফে রতন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার নবপল্লী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বৃদ্ধ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিয়া গ্রামের গণি বেপারী ওরফে হরি মন্ডলের ছেলে।
বুধবার (২৮ মে) সকালে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি মাসুদ খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) দুপুরে ভাত খাওয়ার সময় ওই শিশুর মা শিশুটিকে প্রতিবেশী কল্পনা দত্তের কাছে দেন। হঠাৎ হাঁস শিকারের জন্য শিয়াল এলে কল্পনা শিশুটিকে তার স্বামী রতনের কাছে দিয়ে শিয়াল তাড়াতে যান। এ সময় শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন।
তিনি শিশুর গোপনাঙ্গে রক্ত দেখে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। রবিবার (২৫ মে) অবস্থার উন্নতি না হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঘটনাটি জানাজানি হলে সালিস-মিমাংসার নামে মোটা অংকের টাকাসহ জমির দলিল হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। সোমবার (২৬ মে) বিকেলে তারা অভিযুক্ত রতনকে একটি ঘরে আটকে রেখে মারধর করে ১০ হাজার টাকা নেয়। পরদিন দুপুরে রতনের বসতবাড়ির জমির দলিল লিখে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা খবর পেয়ে রাজৈর থানা পুলিশকে ঘটনা জানায়। পরে পুলিশ এসে অভিযুক্ত ওই বৃদ্ধকে আটক করে।
কদমবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি গোলগ বসুর ছেলে অমলেন বসু কচি সালিস-মিমাংসার চেষ্টা করেছেন বলে জানা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাকে প্রতিবেশী হিসেবে ডাকছিল, তাই গেছি। কোন সালিস-মিমাংসা হয় নাই। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের কথা বলছিল। পরে পুলিশ এসে অভিযুক্ত ও ভিকটিম দুই পক্ষকে থানায় নিয়ে গেছে।’’
জমি লিখে নেওয়ার চেষ্টার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘‘৫ মাসের শিশুর সঙ্গে এমন নিকৃষ্ট কাজ যে করে, তাকে কি ছেড়ে দেবে মানুষ?’’
‘‘রতন আগেও আরো ৩-৪টা এরকম ঘটনা ঘটাইছে,’’ দাবি করেন তিনি।
মাদারীপুর রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, খবর পেয়ে রতনকে আটক করা হয়েছে। ভিকটিমকেও থানা হেফাজতে আনা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
বেলাল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫