আদালতে ট্রাম্পের শুল্ক স্থগিত, শেয়ার সূচকের উত্থান
Published: 29th, May 2025 GMT
বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। এই খবরে আজ বৃহস্পতিবার এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।
গতকাল বুধবার নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এই স্থগিতের রায় দেন। আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প।
এ খবরে আজ এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ফিউচার্সের উত্থান হয়েছে। ফিউচার্সের অর্থ হলো, ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময় শেয়ার বেচাকেনার দর আগাম নির্ধারণ করা। অর্থাৎ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এই দুটি সূচকের অন্তর্ভুক্ত যেসব শেয়ার আছে, সেগুলোর দাম বাড়বে। এ ছাড়া জাপানের নিক্কেই এশিয়া সূচকের উত্থান হয়েছে ১ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের উত্থান হয়েছে ১ শতাংশ। অন্যান্য শেয়ারবাজারেও সূচকের উত্থান হয়েছে। তবে সূচকের যে খুব বেশি উত্থান হয়েছে, তা নয়।
শুল্ক স্থগিতের খবরে আজ বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৫ শতাংশ হারে বেড়েছে।
তবে বিশ্ববাজারে সোনার দাম আজ আউন্সপ্রতি ২৩ ডলার কমেছে। সোনার দাম কমরেও রুপার দাম বেড়েছে আউন্সপ্রতি ১৫ সেন্ট।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ নিক ম্যারো বলেছেন, যুক্তরাষ্ট্রের আদালতের এই রায় এশিয়ার অর্থনীতির জন্য মোটামুটি ইতিবাচক। ম্যারোর ভাষায়, ‘যেসব দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আছে, তাদের জন্য এটি কিছুটা স্বস্তির।’ তবে সবাই যে এই সুবিধা পাবে, তা নয়।
ম্যারো আরও বলেন, যেসব দেশ মূলত গাড়ি ও ইলেকট্রনিক পণ্যের রপ্তানির ওপর নির্ভরশীল—যেমন দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান—তারা এখনো নির্দিষ্ট খাতে শুল্কের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে আছে। তাঁর মতে, এই রায়ের পরেও ট্রাম্প প্রশাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না, বরং তা আরও বেড়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন