ভুল স্বীকার করায় হান্নান মাসউদের শোকজ প্রত্যাহার
Published: 29th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে। ভুল স্বীকার করা এবং সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ধানমন্ডিতে ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক তিন তরুণকে থানা থেকে মুক্ত করার ঘটনায় তাকে শোকজ করা হয়েছিল। গত ২১ মে কারণ দর্শানোর নোটিশে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। তিনি লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’-এর কাছে পেশ করেন।
তিনি স্বীকার করেন, নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না— এমন অঙ্গীকারও ব্যক্ত করেন। পাশাপাশি আটক ব্যক্তিদের কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল না, এমন তথ্যও প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন তরুণকে আটক করে পুলিশ। এদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্মলনের দায়ে আগে অব্যাহতি দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। তবুও আবদুল হান্নান মাসউদ থানায় গিয়ে মুচলেকার মাধ্যমে ওই তিনজনকে ছাড়িয়ে আনেন। এরপর এনসিপির পক্ষ থেকে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে বিষয়টির ব্যাখ্যা দিয়ে দলের কাছে জবাব দেওয়ার পরিপ্রেক্ষিতে তার দেওয়া বক্তব্য ও প্রমাণ সন্তোষজনক বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় দলটি।
উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন