জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে। ভুল স্বীকার করা এবং সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ধানমন্ডিতে ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক তিন তরুণকে থানা থেকে মুক্ত করার ঘটনায় তাকে শোকজ করা হয়েছিল। গত ২১ মে কারণ দর্শানোর নোটিশে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। তিনি লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’-এর কাছে পেশ করেন। 

তিনি স্বীকার করেন, নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না— এমন অঙ্গীকারও ব্যক্ত করেন। পাশাপাশি আটক ব্যক্তিদের কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল না, এমন তথ্যও প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন তরুণকে আটক করে পুলিশ। এদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্মলনের দায়ে আগে অব্যাহতি দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। তবুও আবদুল হান্নান মাসউদ থানায় গিয়ে মুচলেকার মাধ্যমে ওই তিনজনকে ছাড়িয়ে আনেন। এরপর এনসিপির পক্ষ থেকে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে বিষয়টির ব্যাখ্যা দিয়ে দলের কাছে জবাব দেওয়ার পরিপ্রেক্ষিতে তার দেওয়া বক্তব্য ও প্রমাণ সন্তোষজনক বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় দলটি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প

এছাড়াও পড়ুন:

আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন

তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”

আরো পড়ুন:

সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’

মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”

বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ