খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা মারা গেছেন
Published: 29th, May 2025 GMT
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে তিনটায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অভিনেতার মৃত্যুর সংবাদটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শাহানা আক্তার বিথী।
শাহানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘উনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২৪ মে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁকে ভর্তি করি। গত দুদিন শরীর খারাপের দিকে যাচ্ছিল। তিনটা থেকে সাড়ে তিনটার ভেতর তাঁর মৃত্যুর খবর কর্তব্যরত চিকিৎসকেরা দিয়েছেন।’
আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঙ্কু পাঞ্জার দাফন হবে জানিয়ে তাঁর স্ত্রী আরও বলেন, ‘আমরা এখনো হাসপাতালে আছি, একটু পরই গ্রামের বাড়ি রূপগঞ্জে তাঁর লাশ নিয়ে যাব। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হবে।’
জন্মসূত্রে সাঙ্কু পাঞ্জার গ্রামের বাড়ি চাঁদপুরে। তাঁর দুই মেয়ে রয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। ‘প্রেম কয়েদি’, ‘মনের জ্বালা’, ‘দুর্ধষ’, ‘ধর মাস্তান’সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই খল অভিনেতা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে