Prothomalo:
2025-09-18@05:26:50 GMT

মঙ্গল-অমঙ্গলের বৃষ্টি

Published: 30th, May 2025 GMT

জরুরি পারিবারিক কাজে গতকাল বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সিরাজগঞ্জ গিয়েছিলাম। বিকেল ৫টায় এসআই এন্টারপ্রাইজের গাড়ি ধরলাম, সিরাজগঞ্জ থেকে টঙ্গী আসব। পুরো রাস্তা বৃষ্টির রোমান্টিকতা অনুভব করে এলাম সেই সিরাজগঞ্জ সদর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত। ঝিমঝিম বৃষ্টি, যমুনা সেতু দিয়ে রেলগাড়ির ছুটে চলা, রাস্তায় গাড়ির যাত্রাবিরতিতে গরম-গরম কফি, হিমেল হাওয়া ইত্যাদি ইত্যাদি।

বৃষ্টির ভয়াল থাবা তখনো গায়ে লাগেনি। বাইপাস পার হওয়ামাত্র ডুবে যাওয়া রাস্তা, যানজট আর মানুষের অসহনীয় কষ্ট দেখে বৃষ্টি রোমান্টিক, সেই ধারণা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। পথে পথে মানুষের হাহাকার, দোকানদারদের হতাশা, দুর্ঘটনা দেখে বৃষ্টি নামক প্রাকৃতিক বিষয়কে বারবার বকা দিয়েই এসেছি। কারণ, ড্রেন–ব্যবস্থা, রাস্তা ভাঙা আর রিকশাওয়ালাদের দোষ দিয়ে তাঁদের ঠিক করার সাধ্য আমার নেই। সাড়ে পাঁচ ঘণ্টা পর টঙ্গী নেমে চার গুণ রিকশাভাড়া দিয়েও বৃষ্টির করাল গ্রাস থেকে মুক্তি মেলেনি।

আরও পড়ুনপথের বিড়ম্বনা লিখে পাঠান এখনই৩ ঘণ্টা আগে

শেষে বুঝলাম আর মেনে নিলাম, রোমান্টিক বৃষ্টি এখন শুধুই ঘরে বসে থাকা মানুষের। বাইরের মানুষের কাছে এটি নিছকই বিড়ম্বনা।

(প্রিয় পাঠক, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা লিখে ফেলুন এখনই। পাঠিয়ে দিন [email protected]এ)

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ