কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ‌্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে।

দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ২০২১ সালের ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে মুক্তি পায় তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। এরপর চতুর্থ সিজন নির্মাণের দাবি জানান দর্শকরা। এ সিজন শেষ হয়েছে তাও আড়াই বছর আগে। বরাবরের মতো পঞ্চম সিজনের জোর দাবি ওঠে। কিন্তু তা আর হয়নি।

দীর্ঘ সময় বিরতি নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজন নিয়ে হাজির হতে যাচ্ছেন পরিচালক অমি। এরই মধ্যে নতুন সিজনের শুটিং শুরু করেছেন নির্মাতা কাজল আরিফিন অমি। এ খবর পাওয়ার পর থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। তবে নতুন সিজনে কারা কারা অভিনয় করছেন তা নিয়ে আগ্রহের শেষ নেই।

আরো পড়ুন:

নাটকের আইটেম কন্যা টয়া

মেহজাবীনকে কেন ‘চার্লি চ্যাপলিন’ বলছেন?

পরিচালক অমি সময়ের সঙ্গে সঙ্গে সিরিজটির জনপ্রিয় চরিত্রে কে কে অভিনয় করছেন, তা জানাচ্ছেন। এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো— কাবিলা, পাশা, হাবু, শুভ, শিমুল, বজরা বাজারের জাকির, কাবিলার প্রেমিকা রোকেয়া, অন্তরা, লামিয়া। বরাবরের মতো কাবিলা চরিত্রে পাওয়া যাবে জিয়াউল হক পলাশকে। পাশা, হাবু, শুভ শিমুল চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন— মারজুক রাসেল, চার্ষী আলম, মিশু সাব্বির, শিমুল শর্মা।

বজরা বাজারের জাকির, অন্তরা, লামিয়া চরিত্রে দেখা যাবে সাঈদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন ও লামিয়া লামকে। গত চার সিজনে কাবিলার প্রেমিকা রোকেয়াকে দেখানো হয়নি। সে নোয়াখালীতে বসবাস করে। কেবল মুঠোফোনে প্রেমিক কাবিলার সঙ্গে কথা বলে। নতুন সিজনেও রোকেয়া আছে। মজার ব্যাপার হলো, এই সিজনে রোকেয়াকে সামনে আনবেন পরিচালক। কিন্তু এ চরিত্র কে রূপায়ন করছেন তা এখনো জানানো হয়নি।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক প্রথম প্রচার হওয়ার পর দারুণ আকর্ষণ করে তরুণ প্রজন্মকে। বিশেষ করে ‘পাশা’ চরিত্র রূপায়নকারী মারজুক রাসেলের ‘এ্যাই’ সংলাপ দর্শকদের মুখে মুখে ঘুরতে থাকে। এই ‘পাশা’ অর্থাৎ মারজুক রাসেল তার একজন প্রেমিকা চাচ্ছেন। পঞ্চম সিজনে পাশার প্রেমিকা থাকবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সমূহ সম্ভাবনা রয়েছে। যদি রাখা হয় তবে তা নতুন মাত্রা যোগ করতে পারে। 

তাছাড়া রানা চরিত্রে আবদুল্লাহ রানা, শিরিন চরিত্রে মনিরা মিঠু, পাগলা সুজন চরিত্রে আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে থাকছেন।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চর ত র পর চ ল স জন র

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ