ভারত থেকে দেশে ফেরার পথে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহারের দিনহাটা রেল স্টেশন চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৯ শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। এরা দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে ওইসব রাজ্যে পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় তারা দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রায় দুই দশক আগে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তারা। হরিয়ানায় তারা স্থায়ীভাবে বাস করছিলেন।

পুলিশ আরো জানিয়েছে, হরিয়ানা থেকে ওই বাংলাদেশিরা পালিয়ে বিহারের গয়াতে চলে আসেন। এর পর সেখানেও পুলিশি অভিযান শুরু হয়। সেখান থেকে তারা বৃহস্পতিবার গাড়িতে করে দিনহাটা শহরে আসেন। প্রবল বৃষ্টির কারণে গভীর রাতে তারা দিনহাটা রেল স্টেশন চত্বরে আশ্রয় নেয়। সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথায় অসঙ্গতি ধরা পড়লে পরিচয়পত্র খতিয়ে দেখে পুলিশ। 

শুক্রবার ২৮ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতে পাঠিয়েছে । 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ