দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ২৮ বাংলাদেশি
Published: 30th, May 2025 GMT
ভারত থেকে দেশে ফেরার পথে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহারের দিনহাটা রেল স্টেশন চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৯ শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। এরা দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে ওইসব রাজ্যে পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় তারা দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রায় দুই দশক আগে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তারা। হরিয়ানায় তারা স্থায়ীভাবে বাস করছিলেন।
পুলিশ আরো জানিয়েছে, হরিয়ানা থেকে ওই বাংলাদেশিরা পালিয়ে বিহারের গয়াতে চলে আসেন। এর পর সেখানেও পুলিশি অভিযান শুরু হয়। সেখান থেকে তারা বৃহস্পতিবার গাড়িতে করে দিনহাটা শহরে আসেন। প্রবল বৃষ্টির কারণে গভীর রাতে তারা দিনহাটা রেল স্টেশন চত্বরে আশ্রয় নেয়। সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথায় অসঙ্গতি ধরা পড়লে পরিচয়পত্র খতিয়ে দেখে পুলিশ।
শুক্রবার ২৮ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতে পাঠিয়েছে ।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা