সুনামগঞ্জে হাউসবোটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১২ পর্যটক
Published: 30th, May 2025 GMT
তাহিরপুরে পর্যটকবাহী ‘রাহাবার’ নামে এক হাউসবোটে আকস্মিক আগুন লেগে পুড়ে গেছে। হাউসবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পর্যটন স্পট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী) সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে ‘রাহাবার’ হাউসবোটের স্টাফ মো.
তিনি বলেন, ‘চোখের সামনেই পুরো হাউসবোট দাউ দাউ করে জ্বলছিল, তখন কিছুই করার ছিল না।’
লেদারবন্দ গ্রামের ফেরদৌস আলম বলেন, তারা হঠাৎ বাড়ি থেকে চিৎকার শুনে বিন্দারবন্দ, পুটিয়া ও লেদারবন্দ গ্রামের লোকজন ছোট নৌকা যোগে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের রক্ষা করেছেন, না হলে আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। নৌকার মাঝি ও পর্যটকরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, হাউসবোটে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। তিনি বলেন, হাউসবোট পুড়ে গেলেও পর্যটকসহ নৌকার মাঝিরা অক্ষত আছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ আগ ন পর যটক র জন য
এছাড়াও পড়ুন:
নিবন্ধন না থাকায় টাঙ্গুয়ার হাওরের ১২ হাউসবোটকে জরিমানা
নৌপরিবহন অধিদপ্তরের নিবন্ধন না থাকায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী ১২টি হাউসবোটের মালিককে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার, মেরিন সেফটি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) থান্দার কামরুজ্জামান আজ রোববার দিনভর হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যটকবাহী হাউসবোট নীলজলকে ১৫ হাজার, মেঘদূতকে ১৫ হাজার, স্বপ্নকে ১৫ হাজার, হাওরের সুলতানকে ৩০ হাজার, মায়াবতীকে ২৫ হাজার, নীলাঞ্জনাকে ৩০ হাজার, ডুবসাঁতারকে ২০ হাজার, জমিদারকে ১৫ হাজার, জলঘুড্ডিকে ১৫ হাজার, জলছবিকে ১৫ হাজার, হাওর ক্রুজকে ১৫ হাজার, বেগ বেঞ্জার হাউসবোটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা থান্দার কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নৌযানগুলোর নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু টাঙ্গুয়ার হাওরে যেসব হাউসবোটকে জরিমানা করা হয়েছে, সেগুলোর কোনো নিবন্ধন ছিল না। তিনি বলেন, অনেক বিষয় যাচাই করে নিবন্ধন দেওয়া হয়। বিশেষ করে অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ আরও কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখা হয়। কিন্তু অনেক হাউসবোটে সেগুলো নেই।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, ‘হাওরের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে। আজ নৌ পরিবহন অধিদপ্তরের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেছে।’