৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৮
Published: 1st, June 2025 GMT
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ অষ্টম পর্বে মানসিক দক্ষতা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।
১. রহিমের বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ে রহিমের কী হয়?
ক.
খ. বোন
গ. খালা
ঘ. মামী
২. A, I, L, T, P, E, S, N, E অক্ষরগুলো সাজিয়ে কিসের নাম পাওয়া যাবে?
ক. পাখির নাম
খ. মহাসাগরের নাম
গ. দেশের নাম
ঘ. ফলের নাম
৩. B, A–এর চেয়ে খাটো এবং C, B–এর চেয়ে লম্বা। D, E–এর চেয়ে লম্বা কিন্তু B–এর চেয়ে খাটো। সবচেয়ে লম্বা কে?
ক. E
খ. A
গ. D
ঘ. C
৪. পরিশ্রম: সফলতা: শ্রম:??
ক.উৎপাদন
খ.ক্লান্তি
গ. উন্নতি
ঘ. দক্ষতা
৫. ২০০৯ সালের ২৯ আগস্ট শনিবার ছিল। ওই বছরের ২ অক্টোবর কী বার?
ক. বৃহস্পতিবার
খ. শুক্রবার
গ. শনিবার
ঘ. রোববার
৬. নিচের কোনটি লিপ ইয়ার?
ক. ১৯৮২
খ. ১৯৮৪
গ. ১৯৮৬
ঘ. ১৯৯০
৭. যদি BEHOLD দিয়ে BDEHLO বোঝায় এবং INDEED দিয়ে DDEEIN বোঝায় তাহলে, COURSE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
ক. CESUOR
খ. CEORSU
গ. CEOSUR
ঘ. EOCRSU
৮.৪০ ও ৫০–এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক. ২
খ. ৪
গ. ৬
ঘ. ৮
৯. গতকালের তিন দিন আগে রোববার হলে, আগামীকালের দুই দিন পর কী বার হবে?
ক. রোববার
খ. সোমবার
গ. মঙ্গলবার
ঘ. বুধবার
১০. 4:40 মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
ক. ১০০°
খ. ১১০°
গ. ১৩০°
ঘ. ১৩৫°
১১. কোনটি অশুদ্ধ বানান?
ক. আশিবিষ
খ. শ্রদ্ধাঞ্জলি
গ. শূন্য
ঘ. মুমূর্ষু
১২. নিচের কোনটি দিয়ে অর্থবোধক শব্দ তৈরি সম্ভব?
ক. দ্র তা রি দা
খ. র বা ধী প নী
গ.কা ম চি রী
ঘ. সা ব ব অ ধ্যা
১৩. নিচের বাক্যগুলোকে সাজাতে হবে।
1. Consultation 2. Illness 3. Doctor 4. Treatment 5.Recovery
ক. 2, 3, 5, 4,1
খ. 2, 3, 4, 1, 5
গ. 2, 3, 1, 4, 5
ঘ. 4, 3, 1, 2, 5
১৪. এক চাকার ঠেলাগাড়ি কোন শ্রেণির লিভার?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
১৫. আনিস ও রহিম যথাক্রমে ২ মিটার ও ১ মিটারের দুটি লাঠি নিয়ে লাঠি খেলায় অংশগ্রহণ করলেন। লাঠি ঘোরাতে কার বেশি কষ্ট হবে?
ক. আনিসের
খ. রহিমের
গ. সমান কষ্ট হবে
ঘ. কোনোটিই নয়
১৬. নিচের কোনটি আয়নায় প্রতিফলিত হলেও অপরিবর্তিত থাকবে?
ক. WOW
খ. NOW
গ. DEED
ঘ. BOX
১৭. যখন একটি ঘড়িতে ৪টা বাজে, তখন মিনিটের কাঁটা কোন দিকে থাকে?
ক. দক্ষিণ
খ. উত্তর
গ. পূর্ব
ঘ. পশ্চিম
১৮. বেশি গতিতে চালাতে চাইলে নৌকার—
ক. বইঠা পেছনে নিতে হবে
খ. বইঠা সামনে
গ. ডান পাশে
ঘ. বইঠা বাঁ পাশে নিতে হবে
১৯. যদি ৪×৫=২৪৩০, ৬×৮= ৩৬৪৮ হয়, তাহলে ৭×৯=?
ক. ৪২৬৩
খ. ৬৩৫২
গ. ৪২৫৪
ঘ. ৪০৩৬
২০. আয়নায় ঘড়ির সময় ৬:৩৪ হলে, প্রকৃত সময় কত?
ক. ৫: ২৬
খ. ৬: ২৪
গ. ৪: ২৬
ঘ. ১২: ২৬
মডেল টেস্ট ৮-এর উত্তর
১.খ। ২.গ। ৩.খ। ৪.ক। ৫.খ। ৬.খ। ৭.খ। ৮.গ। ৯.গ। ১০.ক।
১১.ক। ১২.গ। ১৩.গ। ১৪.খ। ১৫.ক। ১৬.ক। ১৭.খ। ১৮.ক। ১৯.গ। ২০.ক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন চ র ক নট এর চ য়
এছাড়াও পড়ুন:
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি।
আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোতে আগামীতে যে দেশ পরিচালনা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে আগামী দিনের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথমেই ৫০ লাখ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।
যে পরিবারের প্রধান তার নামেই সে ফ্যামিলি কার্ড হবে এবং নারীরা রাষ্ট্রের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
সকল পণ্যের উপরে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এর সুফল আপনারা পাবেন। শুধু তাই না হেল্প কার্ডেরও ব্যবস্থা করা হবে। বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে । যাতে করে এদেশের মানুষ হাসপাতালে গেলে তাদের সঠিক চিকিৎসাটি পায়।
এই হেল্প কার্ডের মাধ্যমে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। সুতরাং আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।