ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ফের ক্যামেরার সামনে দাঁড়ালেন মিঠু
Published: 1st, June 2025 GMT
দীর্ঘ দেড় বছর পর আবার ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার পর এটাই তার প্রথম কাজ। এই প্রত্যাবর্তন আরও বিশেষ কারণ, এতে মিঠুর সঙ্গী তার স্বামী বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন মিঠু চক্রবর্তী। সেই সময় তিনি অভিনয় করছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ। সেই ধারাবাহিক চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মিঠু। সরে দাঁড়ান ধারাবাহিক থেকে। এরপর তার দীর্ঘ চিকিৎসা চলেছে। এখন অনেকটাই সুস্থ তিনি।
সম্প্রতি একটি বিশেষ বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন মিঠু ও সব্যসাচী। বিজ্ঞাপনের সেটে দু’জনকেই দেখা গেছে হাসিখুশি এবং স্বাচ্ছন্দ্য পূর্ণ ভঙ্গিতে। চিকিৎসার ধাক্কায় চুল হারালেও উইগ পরে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়েছেন মিঠু।
অন্যদিকে, সব্যসাচী চক্রবর্তী ইদানীং অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন। নিজেই পেশাগত জীবন থেকে এক ধরনের স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সময় কাটছে পরিবার, প্রকৃতি এবং ভ্রমণকে ঘিরে। তবে স্ত্রীর এই গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনের মুহূর্তে স্ক্রিন শেয়ার করতে পেরে তিনি নিজেও আপ্লুত।
দীর্ঘ বিরতির পর টালিউডের এই জনপ্রিয় দম্পতিকে একসঙ্গে পর্দায় দেখতে প্রস্তুত অনুরাগীরা। মারণরোগ শরীরকে কাবু করলেও মনোবল ও ভালবাসাকে হারাতে পারেনি-মিঠু চক্রবর্তীর প্রত্যাবর্তন সেই প্রমাণই রেখে গেল। সূত্র: আজকাল ও সংবাদ প্রতিদিন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫