শেরপুরে অনুপ্রবেশের অভিযোগে ১১ বাংলাদেশি আটক
Published: 1st, June 2025 GMT
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ নারী ও ৩ শিশু রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার পানিহাটা সীমান্তের ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ ভিতরে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা অনুপ্রবেশকারীদের আটক করেন। এ সময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে শনিবার বিকেলে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, কাজের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে বসবাস করাটা নিরাপদ না জেনে কাজ শেষে পুনরায় অবৈধ পথে দেশে ফিরে আসছিলেন তাঁরা।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার মামলা করেছে বিজিবি। রবিবার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম, মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম, চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ, ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম, ছেলে লিমন শেখ ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা, রানার স্ত্রী নাসরিন বেগম, ছেলে ইরফান মোল্লা, খুলনার দীঘলিয়া উপজেলার চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা.
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল