আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার চেষ্টা আছে: সংস্কৃতি উপদেষ্টা
Published: 1st, June 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংগ্রহ করতে রোববার চট্টগ্রামে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি কয়েকজন শহীদের বাড়িতে যান এবং তাদের ব্যবহৃত পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেন। কথা বলেন তাদের পরিবারের সঙ্গেও। এ সময় তিনি আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
উপদেষ্টা প্রথমে চট্টগ্রাম নগরের লালখান বাজারের শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাসায় যান। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শান্তর মা ও পরিবারের সদস্যরা। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন এবং উপদেষ্টার হাতে শান্তর পোশাকসহ ব্যবহৃত জিনিসপত্র তুলে দেন।
উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ তাদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কাজটি করার জন্য একটি কমিটি ও অনেকগুলো সাবকমিটি হয়েছে। তারা দেশজুড়ে আগামী দেড় মাস স্মৃতি সংগ্রহের কাজ করবেন। আশা করছি ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করতে পারব।’
শান্তর মাকে সান্ত্বনা দিয়ে উপদেষ্টা বলেন, ‘শহীদদের পরিবারের সদস্যদের চোখের দিকে তাকালে তাদের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। তাদের এই কষ্ট কোনোভাবে মেটানো সম্ভব নয়। জুলাই জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে বিগত ১৬ বছর দুঃশাসনের ইতিহাস সংরক্ষিত থাকবে। জুলাই শুধু বীরত্বের নয়, একইসঙ্গে বেদনারও গল্প। সে গল্প একই রকম বেদনা নিয়ে যেন জাদুঘরের দর্শনার্থীর কাছে যায়। এটাই আমাদের অন্যতম কাজ। এ জন্য আমরা শহীদদের কিছু জিনিসপত্র সংগ্রহ করছি। কাজগুলো সময়সাপেক্ষ, তারপরও দ্রুত তা শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
অভ্যুত্থানে জড়িতদের বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সরকার বিচারের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনারা জানেন অভ্যুত্থানে হত্যাণ্ডের বিচার শুরু হয়েছে রোববার। আমরা ন্যায়বিচার চাই।'
শান্তর বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে শহীদ শহিদুল ইসলাম ও মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট জ ল ই গণহত য জ ল ই জ দ ঘর পর ব র র উপদ ষ ট ব যবহ ত শ ন তর
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত