গবেষণা প্রকল্পের ভ্যাট-ট্যাক্সের ৩০ লাখ টাকা আত্মসাৎ, কর্মচারী সাময়িক বরখাস্ত
Published: 2nd, June 2025 GMT
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গবেষণা প্রকল্পের ভ্যাট ও ট্যাক্স বাবদ প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ জন্য বিশ্ববিদ্যালয়কে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কাওসার হামিদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পরপরই তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের অধ্যাপক আশিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন ফলিত রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম এবং ডেপুটি রেজিস্ট্রার আলমগীর সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২–২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে সরকারি ভ্যাট ও ট্যাক্স বাবদ প্রায় ৩০ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। সম্প্রতি এক সরকারি অডিটে দেখা যায়, সেই অর্থ যথাযথভাবে সরকারি হিসাবে জমা হয়নি। জিজ্ঞাসাবাদে দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার অপারেটর কাওসার হামিদ সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয়কে অতিরিক্ত ১৩ লাখ টাকা জরিমানা গুনতে হয়।
পরিস্থিতি বিবেচনায় গত ২৯ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাওসার হামিদকে সাময়িক বরখাস্ত করে এবং তাৎক্ষণিক কারণ দর্শানোর নোটিশ দেয়। একই সঙ্গে তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটকে রাখা হয় ও তাঁর বাবাকে ডেকে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরে অভিযুক্ত কর্মচারীর বাবা ৪৩ লাখ টাকা ২৮ জুনের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেন এবং ছেলেকে ছাড়িয়ে নেন। তদন্তে যদি পাওনা টাকার পরিমাণ আরও বেশি হয়, তা পরিশোধের প্রতিশ্রুতিও তিনি দেন।
এ বিষয়ে উপাচার্য মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, তদন্ত কমিটিকে ২০২০–২১, ২০২১–২২ ও ২০২২–২৩ অর্থবছরে গবেষণা প্রকল্পের ভ্যাট ও ট্যাক্স যথাযথভাবে জমা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই সঙ্গে ওই সময়ে রিসার্চ সেলে দায়িত্ব পালন করা ব্যক্তিদের গাফিলতির বিষয়েও প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে