Samakal:
2025-11-03@15:26:34 GMT

মানবতা সাম্য প্রীতি

Published: 2nd, June 2025 GMT

মানবতা সাম্য প্রীতি

ঈদ আনন্দ
বিল্লাল মাহমুদ মানিক

ঈদ মানে–
আনন্দ, হাসি রাশিরাশি,
উৎসব বড় ভালোবাসি।
উল্লাস-উচ্ছ্বাস কত,
বাধাহীন জীবনের ব্রত।

ঈদ মানে–
মানবতা, সাম্য, প্রীতি,
শান্তির ধ্রুবতারা-গীতি।
সুন্দর জামা-জুতো যত,
নতুনের আবাহন শত।

ঈদ মানে–
ভোরবেলা ঈদগাহে যাওয়া,
সালামির টাকাকড়ি পাওয়া।
সুস্বাদু খাবারের মেলা,
দিনভর প্রাণখুলে খেলা। 
 

 

সুখের স্বপ্ন 
আসাদুজ্জামান আসাদ

গ্রীষ্মের তাপদাহ
নিজেকে পুড়ি অন্ত দহনে
দেয়ালে দেয়ালে তৈল চিত্র
পুষ্পকাননে ফুটন্ত কুঁড়ি,
ঘুরে-ফিরে রঙিন প্রজাপতি
খোলা নীলাকাশ, উড়ছে অত্যাচারী শুকুন
অভিশপ্ত চোখ, ঝরছে লেলিহান শিখা 
রবির সোনালি রোদ, বিকশিত নশ্বর
তবু আমি, নির্জনে খুঁজি
সুখের স্বপ্নমাখা সোনালি পৃথিবী।
 

 

প্রত্যাশা 
মাসুম মোরশেদ

ভুলে যাক ভেদাভেদ
যাক কেটে দুখ
ঈদের খুশি বান ডেকেছে
ঘরে ঘরে সুখ।

কে ধনী কে গরিব
হাতে রেখে হাত
এই খুশিতে একাত্ম হই
রুখে দিই আঘাত।

সম্প্রীতির ঈদ সবার মাঝে
রাখুক অবদান
নতুন করে দেশটা গড়ি
বাড়াই দেশের মান। 

 

জীবনের হিসাব
নকুল শর্ম্মা

বাউণ্ডুলে হৃদয় ভালোবাসার উষ্ণতা খোঁজে 
বিধ্বস্ত সময়ের টিপ্পনির অসহ্য যন্ত্রণা, 
অবহেলার পাহাড়ি কাঁটার আঘাতে ক্ষত-বিক্ষত শরীর। 
বিষণ্নতার সমুদ্রে মৃত লাশ–
মাংসভোজীর রাক্ষুসে চোখের লোভাতুর দৃষ্টি, 
জীবনের হিসাবে কঠিন অঙ্কের ধারাপাত। 
অন্য রকম একটা জীবনের সূচনা হোক–
বন্ধনের শিকলে জোছনামাখা মিষ্টি আলোর আঙিনা, 
ইচ্ছের পাখায় চন্দ্র টিপে অধর কাঁপানো ভালোবাসা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ জ বন র

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ