Samakal:
2025-09-17@23:15:54 GMT

মানবতা সাম্য প্রীতি

Published: 2nd, June 2025 GMT

মানবতা সাম্য প্রীতি

ঈদ আনন্দ
বিল্লাল মাহমুদ মানিক

ঈদ মানে–
আনন্দ, হাসি রাশিরাশি,
উৎসব বড় ভালোবাসি।
উল্লাস-উচ্ছ্বাস কত,
বাধাহীন জীবনের ব্রত।

ঈদ মানে–
মানবতা, সাম্য, প্রীতি,
শান্তির ধ্রুবতারা-গীতি।
সুন্দর জামা-জুতো যত,
নতুনের আবাহন শত।

ঈদ মানে–
ভোরবেলা ঈদগাহে যাওয়া,
সালামির টাকাকড়ি পাওয়া।
সুস্বাদু খাবারের মেলা,
দিনভর প্রাণখুলে খেলা। 
 

 

সুখের স্বপ্ন 
আসাদুজ্জামান আসাদ

গ্রীষ্মের তাপদাহ
নিজেকে পুড়ি অন্ত দহনে
দেয়ালে দেয়ালে তৈল চিত্র
পুষ্পকাননে ফুটন্ত কুঁড়ি,
ঘুরে-ফিরে রঙিন প্রজাপতি
খোলা নীলাকাশ, উড়ছে অত্যাচারী শুকুন
অভিশপ্ত চোখ, ঝরছে লেলিহান শিখা 
রবির সোনালি রোদ, বিকশিত নশ্বর
তবু আমি, নির্জনে খুঁজি
সুখের স্বপ্নমাখা সোনালি পৃথিবী।
 

 

প্রত্যাশা 
মাসুম মোরশেদ

ভুলে যাক ভেদাভেদ
যাক কেটে দুখ
ঈদের খুশি বান ডেকেছে
ঘরে ঘরে সুখ।

কে ধনী কে গরিব
হাতে রেখে হাত
এই খুশিতে একাত্ম হই
রুখে দিই আঘাত।

সম্প্রীতির ঈদ সবার মাঝে
রাখুক অবদান
নতুন করে দেশটা গড়ি
বাড়াই দেশের মান। 

 

জীবনের হিসাব
নকুল শর্ম্মা

বাউণ্ডুলে হৃদয় ভালোবাসার উষ্ণতা খোঁজে 
বিধ্বস্ত সময়ের টিপ্পনির অসহ্য যন্ত্রণা, 
অবহেলার পাহাড়ি কাঁটার আঘাতে ক্ষত-বিক্ষত শরীর। 
বিষণ্নতার সমুদ্রে মৃত লাশ–
মাংসভোজীর রাক্ষুসে চোখের লোভাতুর দৃষ্টি, 
জীবনের হিসাবে কঠিন অঙ্কের ধারাপাত। 
অন্য রকম একটা জীবনের সূচনা হোক–
বন্ধনের শিকলে জোছনামাখা মিষ্টি আলোর আঙিনা, 
ইচ্ছের পাখায় চন্দ্র টিপে অধর কাঁপানো ভালোবাসা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ জ বন র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ