ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলামের (১৮) ওপর হামলার ঘটনায় বিএনপির এক নেতার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত একজন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে সাগর কাজী নামের ওই ব্যক্তি এ অভিযোগ করেন।

বৈশাখীর অভিযোগ, গত শুক্রবার বিকেলে তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করেন ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ইসকান্দার কাজী, তাঁর ছেলে সাগর কাজী, ফয়সালসহ আরও কয়েকজন।

তবে সাগর কাজী ফেসবুক লাইভে এসে দাবি করেন, ‘সামান্য একটি ঘটনা নিয়ে এখানে রাজনীতি করছেন বিএনপি নেতা বদিউজ্জামান। তিনি এটি রাজনৈতিক ইস্যু করে ফেলছেন।’ হামলার দিন ঘটনাস্থলে ওই বিএনপি নেতা নিজেও উপস্থিত ছিলেন বলে তাঁর দাবি।

আরও পড়ুনফরিদপুরে বৈষম্যবিরোধী সংগঠককে মারধর, দোষীদের আটক করতে এসে পুলিশ হামলার শিকার৩১ মে ২০২৫

নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান ওরফে তারা মোল্লার প্রতি ক্ষোভ জানিয়ে সাগর কাজী বলেন, ‘যখন আপনার সঙ্গে ব্যানার করলাম তখন চিনলেন, বিপদে পড়ছি এখন চেনেন না। আমার ওপরে দোষ চাপিয়ে দিচ্ছেন কেন?’
সাগর কাজীর ভাষ্য, ‘বদিউজ্জামান বলেছেন, বিএনপির কোনো লোক সেদিন ওখানে ছিল না। কিন্তু বাস্তব হচ্ছে, ওখানে যাঁরা ছিলেন তাঁরা বিএনপির সমর্থক, এমনকি বদিউজ্জামানের ভাই দুদু মোল্লাও ঘটনাস্থলে ছিলেন।’

অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে কথা বলেন হামলায় অভিযুক্ত সাগর কাজী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ