রংপুরে ছিনতাইয়ের কবলে ইরানী দম্পতি, আটক ৪
Published: 3rd, June 2025 GMT
রংপুরে গুগল ম্যাপ ধরে ঘুরতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন এক ইরানি দম্পতি।
সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, ডলার ও ঘড়িসহ ইরানি দম্পতিকে উদ্ধার করেন। পরে তাদের মূল্যবান জিনিসপত্রসহ নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
সেসময় ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ও তারাগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে রংপুরের তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুরে অরজকতার খবর শুনে সেনাবাহিনীর পেট্রোল দল ছুটে যান সেখানে। এলাকার লোকজন বিশৃঙ্খলা শুরু করায় তাৎক্ষণিক এলাকাটিতে থেকে দুই ইরান নাগরিক দম্পতি হোসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান তারা।
এ বিষয়ে ওই দুই ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা গতকাল ঢাকা থেকে রংপুরে ঘুরতে গেছেন। ভাড়া গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজেই ড্রাইভ করছিলেন রেজা। বিদেশি হওয়ায় ঠিকমতো চিনতে না পারায় ভুল রাস্তায় ঢুকে পড়েন। এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। এলাকাবাসী সাহায্য না করে উল্টো মারধর করে তাদের কাছে থাকা ডলার, মোবাইল, একটি ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) বাংলাদেশে বেড়াতে এসে একটি প্রাইভেটকার ভাড়া করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। গুগল ম্যাপ অনুসরণ করে যাওয়ার সময় ভুলবশত তারা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ঢুকে পড়েন।
সেখানে তারা স্থানীয়দের কাছে সাহায্য চাইলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে ডলার, মোবাইল ফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
খবরটি তারাগঞ্জ সেনা ক্যাম্পে পৌঁছালে ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইরানি দম্পতিকে উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল অভিযুক্ত রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটকের পর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং সেখান থেকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঢাকা/আমিরুল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই উপজ ল
এছাড়াও পড়ুন:
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: আবদুর রাজ্জাকসহ চারজন সাত দিনের রিমান্ডে
রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাকসহ (রিয়াদ) চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন।
এর আগে আবদুর রাজ্জাকসহ পাঁচজনকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাজ্জাকসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাককে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ। আজ রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে