রংপুরে ছিনতাইয়ের কবলে ইরানী দম্পতি, আটক ৪
Published: 3rd, June 2025 GMT
রংপুরে গুগল ম্যাপ ধরে ঘুরতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন এক ইরানি দম্পতি।
সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, ডলার ও ঘড়িসহ ইরানি দম্পতিকে উদ্ধার করেন। পরে তাদের মূল্যবান জিনিসপত্রসহ নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
সেসময় ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ও তারাগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে রংপুরের তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুরে অরজকতার খবর শুনে সেনাবাহিনীর পেট্রোল দল ছুটে যান সেখানে। এলাকার লোকজন বিশৃঙ্খলা শুরু করায় তাৎক্ষণিক এলাকাটিতে থেকে দুই ইরান নাগরিক দম্পতি হোসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান তারা।
এ বিষয়ে ওই দুই ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা গতকাল ঢাকা থেকে রংপুরে ঘুরতে গেছেন। ভাড়া গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজেই ড্রাইভ করছিলেন রেজা। বিদেশি হওয়ায় ঠিকমতো চিনতে না পারায় ভুল রাস্তায় ঢুকে পড়েন। এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। এলাকাবাসী সাহায্য না করে উল্টো মারধর করে তাদের কাছে থাকা ডলার, মোবাইল, একটি ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) বাংলাদেশে বেড়াতে এসে একটি প্রাইভেটকার ভাড়া করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। গুগল ম্যাপ অনুসরণ করে যাওয়ার সময় ভুলবশত তারা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ঢুকে পড়েন।
সেখানে তারা স্থানীয়দের কাছে সাহায্য চাইলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে ডলার, মোবাইল ফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
খবরটি তারাগঞ্জ সেনা ক্যাম্পে পৌঁছালে ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইরানি দম্পতিকে উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল অভিযুক্ত রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটকের পর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং সেখান থেকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঢাকা/আমিরুল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই উপজ ল
এছাড়াও পড়ুন:
নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট, তরুণেরা কেন আগাম ভোট দিচ্ছেন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। আগামীকাল ৪ নভেম্বর নিউইয়র্ক নগরে মেয়র পদে ভোট গ্রহণ হতে যাচ্ছে।
গতকাল রোববার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ আগাম ভোট দিয়েছেন। নগরের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তা ছাড়া এদিন ৩৫ বছরের কম বয়সী ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। এর মধ্য দিয়ে আগাম ভোট দেওয়া ভোটারদের গড় বয়সও কমে এসেছে। গড় বয়স ৫০ বছরে নেমে এসেছে।
আগের সপ্তাহের প্রথম দিকে কম বয়সী ভোটারের উপস্থিতি কম ছিল। ওই সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ বছরের কম বয়সী প্রায় ৮০ হাজার নিউইয়র্কবাসী ভোট দিয়েছিলেন। তবে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৩৫ বছরের কম বয়সী ১ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে শুধু গতকাল রোববারই এ বয়সী ভোটারের সংখ্যা ছিল ৪৫ হাজারের বেশি।
আরও পড়ুনমামদানিকে বারাক ওবামার ফোন, করলেন নির্বাচনী প্রচারের প্রশংসা০২ নভেম্বর ২০২৫নিউইয়র্কে চলতি বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের তুলনায় চারগুণের বেশি। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন।
নিউইয়র্কে চলতি বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের তুলনায় চারগুণের বেশি। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন।নিউইয়র্কে সর্বপ্রথম মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ তৈরি হয় ২০২১ সালে। ওই নির্বাচনে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। তবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়নি। ওই নির্বাচনে এরিক অ্যাডামস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্লিওয়াকে দ্বিগুণের বেশি ভোটে হারিয়েছিলেন।
অবশ্য চলতি বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের সংখ্যা গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটকে ছাড়াতে পারেনি। প্রেসিডেন্ট নির্বাচনে ১০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের বয়স তুলনামূলক কম। এটা অবাক করা বিষয়। কারণ, সাধারণত যারা আগাম ভোট দেন তাঁদের গড় বয়স মোট নিবন্ধিতদের গড় বয়সের তুলনায় বেশি হয়ে থাকে।
আরও পড়ুনব্যালটে মামদানি, অদৃশ্য ‘প্রার্থী’ ট্রাম্প১ ঘণ্টা আগেচলতি বছরের মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায়ও অনেক বেশি। ওই সময় নিউইয়র্কে প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। সে সময় আগাম ভোট দেওয়া ভোটারের অধিকাংশের বয়স ছিল ৫৫ বছরের বেশি।
চলতি বছরের মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায়ও অনেক বেশি। ওই সময় নিউইয়র্কে প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। সে সময় আগাম ভোট দেওয়া ভোটারদের অধিকাংশের বয়স ছিল ৫৫ বছরের বেশি।গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের গড় বয়স ছিল ৫১ বছর। তবে এবার মেয়র নির্বাচনে আগাম ভোটারদের গড় বয়স আরও কমে ৫০ বছরে নেমেছে।