কোরবানি ঈদে অসচ্ছল পরিবারের পাশে পলাশ
Published: 3rd, June 2025 GMT
ঈদুল আজহার আনন্দটা যেন একটু অন্যরকম। কোরবানির জন্য গরু কিনতে হাটে যাওয়া, পুরো হাট ঘুরে গরু কেনা, গরুর রশি ধরে বাড়ি ফেরা। এ ঈদকে ঘিরে তারকাদের মাঝেও এক অন্যরকম আনন্দ কাজ করে। শুধু নিজেদের কথা না ভেবে সমাজে দরিদ্র মানুষের কথাও ভাবেন অনেক তারকা। এবার ঈদে সেভাবেই নিজের পরিকল্পনা সাজিয়েছেন জিয়াউল হক পলাশ।
ঈদ উদযাপন নিয়ে পলাশ বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করার মজাই আলাদা। এবার ঈদে পরিবার নিয়ে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছি। এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘পরিবারের বাইরে সমাজের অসচ্ছল কিছু পরিবার নিয়ে আমাদের সামান্য পরিকল্পনা আছে। এবার আমার ফাউন্ডেশন থেকে অনেক কাজ করেছি। আমাদের এলাকায় যেসব পরিবারের কোরবানি দেওয়ার মত সমর্থ নেই, সে পরিবারগুলোকে আমরা গরু দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া নিজের পরিবার থেকে কোরবানি দিয়ে মাংস বিতরণ করবো।’
পরে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমরা যারা কোরবানি ঈদে নিজেদের পরিবার নিয়ে ভালোভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছি তারা যেনো খেয়াল রাখি, পাশের মানুষটা কোরবানি ঈদে কি করছে? সে কি এই আনন্দের সাথে শরীক হতে পারছে কি না। তার ভাগেও যেনো কোরবানির মাংসটা থাকে। এই কাজ হয়তো আমার একার পক্ষে করা সম্ভব হবে না। তবে সবাই মিলে পাশে থাকলে অনেক পরিবারের পাশে দাঁড়াতে পারবো।’
এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল হক পলাশ অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। বেশ লম্বা বিরতির পর নিজের প্রিয় কাজ নিয়ে দর্শকের কাছে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই অভিনেতা।
তিনি বলেন, ‘কবে ব্যাচেলর পয়েন্ট ৫ আসবে এই প্রশ্ন শুনতে শুনতে আমি রীতিমতো কাহিল হয়ে পড়েছিলাম। অবশেষে আমি খুশি যে ভক্তরা আর এই প্রশ্ন আমাকে করবে না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব