পরিত্যক্ত স্কুলব্যাগে মিলল পাঁচটি খুলি ও হাড়গোড়। মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের চাল বাজারে এসব পাওয়া গেছে।

পুলিশ জানায়, পৌর শহরের চাল বাজারের নির্মাণাধীন একটি দোকানের সামনে একটি স্কুলব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে সন্দেহ দেখা দিলে বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা পরিত্যক্ত স্কুলব্যাগটি খুলে মানুষের মাথার পাঁচটি খুলি ও হাড়গোড় উদ্ধার করে। পরে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে মাথার খুলি ও হাড়গোড় চুরি করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ