ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন শচীন টেন্ডুলকার পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম‌্যাট থেকে সরে যান।  আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটকে এখন শুধু দেখা যাবে ওয়ানডে ক্রিকেটেই। মঙ্গলবার তার ১৮ বছরের অপেক্ষা দূর হয়েছে। প্রথমবারের মতো বিরাট জিতেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা।

ওয়ানডে বিশ্বকাপ, চ‌্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট মেস সব জেতা হয়েছে বিরাটের। প্রাপ্তির খাতা টইটুম্বুর।

আরো পড়ুন:

‘আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আইপিএল জেতা অবিশ্বাস্য অনুভূতি’

অপেক্ষার অবসান বিরাট-বেঙ্গালুরুর, প্রীতির পাঞ্জাবকে হারিয়ে জিতল আইপিএল শিরোপা

১৪ বছরে ১২৩ টেস্ট খেলা বিরাট আইপিএল জেতার মঞ্চে টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদন প্রকাশ করেন, ‘‘কিন্তু তারপরও এটা (আইপিএল) টেস্ট ক্রিকেট থেকে পাঁচ স্তর নিচে। টেস্ট ক্রিকেটকে আমি এতটাই মূল্য দিই, এতটাই ভালোবাসি।’’

এই ফরম‌্যাটে ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯ হাজার ২৩০ রান। যেখানে তার গড় রান ৪৬.

৮৫। টেস্ট ক‌্যারিয়ার যেভাবে হয়তো গড়ে তুলতে চেয়েছিলেন সেভাবে পারেননি। বিশেষ করে শেষটা। শেষ ৩৯ টেস্টে সেঞ্চুরি মোটে তিনটি। এই সময়ে তার ব্যাটিং গড় ৩০.৭২। ১০ হাজার টেস্ট রানও নেই। তাতে আক্ষেপ হওয়ার কথা।

এজন্যই সতীর্থদের, জুনিয়রদের টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়ানোর, নিবেদন দেখানোর এবং গুরুত্ব দেওয়ার কথা বললেন, ‘‘আমি তরুণদের এই সংস্করণকে সম্মান করতে বলব। টেস্ট ক্রিকেটে পারফর্ম করলে পৃথিবীর যেখানেই যাও, লোকে হাত মিলিয়ে বলবে ভালো খেলেছ। বিশ্ব ক্রিকেটে সম্মান অর্জন করতে চাইলে টেস্ট ক্রিকেটে নিজেকে নিংড়ে দিয়ে কিংবদন্তিদের কাছ থেকে সম্মান অর্জন করো।’’

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক হল

এছাড়াও পড়ুন:

দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশের জন্য সুনামির সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। দেশটির ইস্টার দ্বীপের বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়েছে। দক্ষিণ আমেরিকার আরেক দেশ কলম্বিয়া তার উত্তর-পূর্ব চোকো এবং নারিনো অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে। পেরু তার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।

মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পশ্চিমে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বসবাসকারী লোকজনকে নিরাপদ অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ফরাসি পলিনেশিয়ার মারকুইসাস দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হানতে শুরু করেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে সর্বোচ্চ ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক উচ্চতার চেয়ে ৩ থেকে ৮ ফুট উঁচু পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ