নড়াইলের কালিয়া উপজেলায় পরিত্যক্ত পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চাঁচূড়ি ইউনিয়নে আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া ওই দুই শিশুর নাম রাহাত শেখ (৩) ও রিহান শেখ (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

রাহাত কালিয়া উপজেলার আটলিয়া গ্রামের রনি শেখের ছেলে। রিহানের বাবার নাম রিয়াজ শেখ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির লোকজন যার যার কাজ করছিলেন। উঠানে খেলেছিলেন শিশু রাহাত ও রিহান। কিছু সময় পর পরিবারের লোকজন দেখেন, তারা উঠানে নেই। এরপর আশপাশে তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে উঠানের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে অচেতন অবস্থায় ওই দুই শিশুকে পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুই শিশুর চাচা হৃদয় শেখ বলেন, ‘ওরা দুজনই সমবয়সী ছিল। একসঙ্গে খেলাধুলা করত। আজ সকালেও উঠানে খেলাধুলা করছিল। বাড়ির অন্য সবাই কাজ করছিল। খেলাধুলা করতে করতে কোন এক সময় ওরা পাশের পুকুরে পড়ে গিয়েছিল। পরে আমরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’

চাঁচূড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬ নম্বর) নারী সদস্য মেরিনা বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যে শিশু দুটি মারা গেছে, তারা আমার ভাতিজাদের সন্তান। খেলাধুলা করতে করতে পানিতে পড়ে ওরা মারা গেছে। তাদের দাফনের প্রস্তুতি চলছে।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ