৪০০ গরু নিয়ে জামালপুর ছাড়ল ক্যাটল স্পেশাল ট্রেন
Published: 4th, June 2025 GMT
কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা। ট্রেনে গরু পরিবহনে খরচ কমার পাশাপাশি নানা সুবিধা দেখছেন গরু ব্যবসায়ী ও খামারিরা।
প্রতি বছরের মতো এবারও আজ সোমবার বেলা ৪টা ৩৬ মিনিটে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে প্রথম ট্রেন রওনা দেয় ঢাকার উদ্দেশে।
ব্যবসায়ীরা বলছেন- ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। এদিকে অবিক্রিত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।
ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহিন মিয়া জানান- জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে ১৬টি গরু। আর সুবিধা বেশি পাওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার কথা জানান তিনি।
এবার জামালপুর জেলা থেকে তিনটি ট্রেনের ৭৫টি ওয়াগনে ১ হাজার ২০০টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক রব ন র হ ট ক রব ন ব যবস য় পর বহন
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান