শেরপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তারা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

বুধবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লায় ঘটনাটি ঘটে। সদর থানার ওসি মো. জুবায়দুল আলম এ তথ্য জানান। 

নিহতরা হলেন- সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল আমিন (২২)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

ভাঙ্গায় বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত

‘চোখের জলে ভেসে গেল আমাদের ঈদ আনন্দ’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীবরদীগামী ট্রাকের সামনে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আ.

কাদের বলেন, ‍‍“আমরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।”

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম বলেন, “চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান। দুইজন চিকিৎসাধীন।”

ওসি জুবাইদুল আলম বলেন, “তিনজন মারা গেছেন। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/তারিকুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত

এছাড়াও পড়ুন:

৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি

গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। 

প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।

হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”

আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ