শেরপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তারা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লায় ঘটনাটি ঘটে। সদর থানার ওসি মো. জুবায়দুল আলম এ তথ্য জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল আমিন (২২)। একজনের পরিচয় পাওয়া যায়নি।
আরো পড়ুন:
ভাঙ্গায় বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত
‘চোখের জলে ভেসে গেল আমাদের ঈদ আনন্দ’
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীবরদীগামী ট্রাকের সামনে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আ.
শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম বলেন, “চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান। দুইজন চিকিৎসাধীন।”
ওসি জুবাইদুল আলম বলেন, “তিনজন মারা গেছেন। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/তারিকুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে কুকুরের কামড়ে ২৫ জন আহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় একটা পাগলা কুকুর এলোপাথারিভাবে মানুষকে কামড়াতে থাকে। এতে ২৫ জন আহত হন। তাদের মধ্যে ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ।
আহতদের অধিকাংশই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত হওয়া চার বছর বয়সী রায়হানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/কাওছার/রফিক