গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মেয়েকে ইভটিজিং করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদের মধ্যে মারাত্মক আহত তরিকুল ইসলামকে (৩০) সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো  হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো.

খোরশেদ আলম সমকালকে জানান, একটি মেয়েকে ইভিটিজিং করা নিয়ে নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের বাগবিতণ্ডা  হয়। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়।

ওসি আরও বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইভট জ স ঘর ষ আহত স ঘর ষ

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ