গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে গেছে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার মল্লিকের মাঠ এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় ডিপোতে ঢুকছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে সেবা গ্রিন লাইন পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।’’

আরো পড়ুন:

গাবতলীতে পরিবহন সঙ্কট, ঘরমুখো মানুষের ভিড়

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলে নিহত

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

‘জাস্ট বি ইয়োরসেলফ’ কেন মোটেও ভালো পরামর্শ নয়, ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞ

‘জাস্ট বি ইয়োরসেলফ’ বা ‘নিজের মতো থাকো’—এই পরামর্শ হরহামেশাই শুনি আমরা। নিজের মতো থাকার সহজ অর্থ হচ্ছে, আপনি যেমন, তেমনটাই থাকুন। নিজস্ব সত্তা প্রকাশ করুন। আপনি যা নন, তা হওয়ার চেষ্টা করতে হবে না। পরামর্শটি শুনতে ভালো শোনালেও এ নিয়ে আছে ভিন্নমত। পরামর্শটিকে সরাসরি খারাপ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মনোচিকিৎসক ও লেখক ব্রিট ফ্র্যাংক। তিনি বলেন, নিজের মতো থাকতে গিয়ে নিজের সত্যিকার ব্যক্তিত্ব খুঁজে বের করার চেষ্টায় হিমশিম খেয়ে বসেন অনেকে। এতে নিজের ভালোর চেয়ে ক্ষতিই বেশি হয়। কেন সব সময় নিজের মতো থাকা উচিত নয়, এর কারণ ব্যাখ্যা করেছেন ফ্র্যাংক। মিলিয়ে দেখতে পারেন নিজের সঙ্গে।

একটি নয়, আপনার আছে একাধিক নিজস্ব সত্তা

ধরুন, আপনি স্বাস্থ্য ঠিক রাখতে জিমে যেতে চান, আবার একই সময়ে আপনার শুয়ে টিভি দেখতে ইচ্ছা করছে। আপনার দুটি সত্তা একই সময়ে দুটি বিপরীত ইচ্ছা পোষণ করছে। এতে নিজের মধ্যেই একধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনি আদতে কী করবেন, তা নিজেই ঠিক করতে পারছেন না। মনের এই টানাপোড়েন প্রমাণ করে, আপনার মন আদতে জটিল; যেখানে ভিন্ন ভিন্ন চিন্তা, অনুভূতি ও ইচ্ছাগুলো একসঙ্গে বাস করে। অর্থাৎ আপনি কোনো একক ও নির্দিষ্ট সত্তা নন, বরং বহু সত্তার সমষ্টি। তবে একই সময়ে ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ করার মানে এই নয় যে আপনি কপট। উল্টো এটিই আপনাকে মানবিক করে তোলে।

আরও পড়ুনমনের যত্নে ২০টি বিষয় মেনে চলুন১০ অক্টোবর ২০২২আপনার ‘নিজস্ব সত্তা’ অনেক কিছুর ওপর নির্ভর করেআবেগ নিয়ন্ত্রণ করে নিজেকে প্রকাশ করা প্রয়োজন

সম্পর্কিত নিবন্ধ