দেশবাসীকে অধ্যাপক মামুন মাহমুদের ঈদের শুভেচ্ছা
Published: 6th, June 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদের আনন্দ সবাইকে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের শুধু পশু কোরবানির কথা মনে করিয়ে দেয় না, এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস, আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু বিলিয়ে দেওয়ার শিক্ষাও।
ত্যাগ শুধু পশুর নয়, অহংকার ও বিভেদেরও হতে হবে। আসুন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পর্ককে পবিত্র করি। পবিত্র ঈদের এই দিন শুধু আনন্দ নয়, বরং সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলার দিন।
আল্লাহ যেন আমাদের মাঝে দুঃখের চিহ্ন মুছে দেন এবং মানবতার উজ্জল আলোয় হৃদয় পূর্ণ করেন। দেশ ও জাতিকে আল্লাহ যেন কল্যাণের পথে নিয়ে যান।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ঈদ আম দ র আল ল হ
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব