অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাইকেল ক্লার্ক বিশ্বাস করেন, বিরাট কোহলি টেস্টে ফিরতে পারেন। যদি আসন্ন ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ ভারত বাজেভাবে হেরে যায় এবং নির্বাচকরা বিরাটকে টেস্ট খেলার অনুরোধ করেন তাহলে বিরাট নিজের সিদ্ধান্ত বলদাতেও পারেন। 

শচীন পরবর্তী সময়ে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে পুনরায় টেস্ট ক্রিকেটে দেখতে চান ক্লার্ক। তার বিশ্বাস অবসর ভেঙে বিরাট সাদা পোশাকে ফিরতেও পারেন।

লম্বা টেস্ট ক্যারিয়ার বিরাটের। ১৪ বছরে ১২৩ টেস্ট খেলেছেন। এই ফরম‌্যাটে ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯ হাজার ২৩০ রান। যেখানে তার গড় রান ৪৬.

৮৫। টেস্ট ক‌্যারিয়ার যেভাবে হয়তো গড়ে তুলতে চেয়েছিলেন সেভাবে পারেননি। বিশেষ করে শেষটা। শেষ ৩৯ টেস্টে সেঞ্চুরি মোটে তিনটি। এই সময়ে তার ব্যাটিং গড় ৩০.৭২। ১০ হাজার টেস্ট রানও নেই। তাতে আক্ষেপ হওয়ার কথা।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

বাটলারের ৯৬, ডসনের ৪ উইকেটে ইংল‌্যান্ডের সহজ জয়

গত সপ্তাহেই প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন। বিরাট আইপিএল জেতার মঞ্চে টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদন প্রকাশ করেন, ‘‘কিন্তু তারপরও এটা (আইপিএল) টেস্ট ক্রিকেট থেকে পাঁচ স্তর নিচে। টেস্ট ক্রিকেটকে আমি এতটাই মূল্য দিই, এতটাই ভালোবাসি।’’

ক্রিকেটের এই বনেদি সংস্করণে বিরাটকে দেখতে চেয়েছেন ক্লার্ক। বিয়োন্ড২৩ ক্রিকেট পডকাস্টে – ক্লার্ক বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, ভারত ইংল্যান্ড সফরে গিয়ে উদহারণ হিসেবে বলছি, যদি ৫-০ ব্যবধানে হেরে যায় তাহলে ভক্তরা অবশ্যই বিরাটকে অবসর ভেঙে জাতীয় দলে দেখতে চাইবে। পুনরায় তাকে টেস্ট ক্রিকেটে দেখতে চাইবে। সত্যি বলতে, আমি যদি তার অবস্থানে থাকতাম এবং আমাকে যদি আমার অধিনায়ক, নির্বাচক এবং ভক্তরা মাঠে দেখতে চাইতো অবশ্যই তাদের সবার জন্য আমি ফিরে আসতাম।’’

‘‘আমিও বিশ্বাস করি সে ফিরবে। কারণ সে টেস্ট ক্রিকেটকে ভালোবাসে। টেস্ট ক্রিকেটের প্রতি তার নিবেদন, ভালোবাসা এবং যেসব কথা শুনতে পেয়েছেন সেগুলোই নিখাঁদ সত্য।’’ – যোগ করেন ক্লার্ক।

বিরাটকে মিস করবেন জানিয়ে ক্লার্ক আরো বলেছেন, ‘‘বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছে সেটা হতাশার। এই ফরম্যাটে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমি নিশ্চিতভাবে তাকে মিস করবো।’’

ক্লার্ক কথা বলেছেন রোহিত শর্মাকে নিয়েও, ‘‘রোহিতও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। আমি মনে করি ট্যাকটিকালি যেকোনো দল তাকে মিস করবে। সে ট্যাকটিকালি সেরা অধিনায়ক।’’

ঢাকা/ইয়াসিন/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র টক

এছাড়াও পড়ুন:

ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে

হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?

মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।

আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।

অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

সম্পর্কিত নিবন্ধ

  • এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে