ফরিদপুরের ভাঙ্গায় এনসিপির নতুন সমন্বয় কমিটি থেকে দুই নেতার পদত্যাগ
Published: 7th, June 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি গঠনের দুই দিনের মাথায় দুই সদস্য পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে ফেসবুকে ওই দুজন পৃথক স্ট্যাটাস দিয়ে তাঁদের পদত্যাগের কথা জানান।
১৭ সদস্যের এই কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন রিফাত বিন আতিক ও সাজ্জাদ খান। গত বুধবার এই কমিটির অনুমোদন দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
কমিটিতে মো.
পদত্যাগকারী রিফাত বিন আতিক তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন,‘সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাঙ্গা উপজেলা (ফরিদপুর) সমন্বয় কমিটি থেকে স্বেচ্ছায় এবং সজ্ঞানে পদত্যাগ করছি!’
রিফাত বলেন, ‘আমি বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম বিবেকের কারণে। কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আমার ইচ্ছা নেই। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রকল্পে কাজ করি। আমার পরিবারের সদস্যরাও সরকারি চাকরিতে যুক্ত। এ কারণে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয়। আমার সঙ্গে এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে কোনো যোগাযোগ না করেই কমিটিতে রাখা হয়েছে। আমি যে এনসিপির নেতা হব, তা আমি জানতাম না। কমিটিতে নাম দেখার পরই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদিকে সাজ্জাদ খান তাঁর ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আমি মো. সাজ্জাদ খান, সদস্য ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি (ভাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র)। আমি এই কমিটি বয়কট করলাম এবং আমার নাম এই কমিটি থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। কেন্দ্রের যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের বলতে চাই, যে কমিটিতে বৈষম্য আছে, বিপ্লবীদের বাদ দিয়ে তেলবাজদের জায়গা দেওয়া হয়েছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ ব্যাপারে সাজ্জাদ খান বলেন, এই কমিটির দায়িত্ব শুধু একটা আহ্বায়ক কমিটি গঠন করা। ভাঙ্গার আন্দোলনে যাঁরা সংগ্রামী ছিলেন, সেই বিপ্লবীদের জায়গা দেওয়া হয়নি সমন্বয় কমিটিতে। বিপ্লবীরা না থাকলে বিপ্লবীদের খুঁজে বের করবে কীভাবে? তাই আমি অভিমান করে পদত্যাগ করেছি।’
এসব অভিযোগের ব্যাপারে এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান বলেন, ‘রিফাত বিন আতিক পদ পেয়েছেন, কিন্তু আগে থেকে জানেন না ব্যাপারটি এমন হওয়ার কথা ছিল না। আমাদের কেন্দ্রীয় দুই সদস্যের দায়িত্ব ছিল তাঁদের সাথে যোগাযোগ করা। এখানে হয়তো একটা মিস কমিউনিকেশন হয়েছে। সাজ্জাদ প্রত্যাশিত পদ না পাওয়ায় বিপ্লবীদের জায়গা না পাওয়ার অভিযোগ তুলেছেন। আমরা এ বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেব।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প র য় কম ট ই কম ট কম ট ত সদস য
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন