পবিত্র ঈদুল আজহার পরের দিন রবিবারও (৮ জুন) রাজধানী ঢাকায় পশু কোরবানি দেয়া হচ্ছে। সকালে ঢাকাশহরের বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

ঈদের দিন কসাই না পাওয়া বা ব্যস্ততার কারণে যারা কোরবানি দিতে পারেননি, তারা সকাল থেকে পশু কোরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক প্রথা মেনেও দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। আবার যাদের পরিবাবে একাধিক কোরবানির পশু রয়েছে, তারাও ঈদের পরের দিন কোরবানি দিচ্ছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানে পশু কোরবানির অনুরোধ করা হলেও তা তেমন মানা হয়নি। অধিকাংশ নগরবাসী বাড়ির সামনের রাস্তায় কোরবানি দিয়েছেন।

আরো পড়ুন:

খুলনায় নির্ধারিত মূল্যে বিক্রি হয়নি পশুর চামড়া, ব্যবসায়ীরা হতাশ

ঈদের দিনেই ডিএনসিসির শতভাগ বর্জ্য অপসারণ

রাজধানীর দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, রামপুরা বাসাবোসহ সব এলাকায় একইচিত্র দেখা গেছে। 

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। ইসলামের বিধান অনুসারে, ঈদের তৃতীয় দিন আছরের ওয়াক্ত পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়।

সকালে গরু কোরবানি দিয়েছেন দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি জানান, ঈদের দিন কোরবানির জন্য কসাই ঠিক করতে পারেননি। তাই আজকে কোরবানি দিচ্ছেন। তিনি বলেন, ‘‘আমরা দক্ষ কসাই খুঁজছিলাম। ঈদের দিন পাওয়া যাচ্ছিল না। আজকে কসাইদের পেয়েছি। সকালে কোরবানি দিয়েছি। এখন মাংস কাটাকাটি চলছে।’’
 

ঢাকা/তানিম/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ র দ ন ক রব ন

এছাড়াও পড়ুন:

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ