সিলেট নগরীর শেখঘাটে দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কায় রাহিমা খানম জেসি নামের এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার (৮ জুন) সকালে জিতু মিয়ার পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের আবু নছরের মেয়ে। আহত রিকশাচালক জাকিরুল ইসলাম (৪০)। তিনি সিলেটের চৌকিদেখি এলাকার তাজুল ইসলামের ছেলে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) হাবিব বলেন, ‘‘বেপরোয়া গতির একটি ট্রাক জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিকশাটিকে যাত্রীসহ চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে চালক ও এক ইন্টার্ন চিকিৎসক যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেসি নামের ওই ইন্টার্ন চিকিৎসক মারা যান।’’

আরো পড়ুন:

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

তিনি আরো বলেন, ‘‘ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে, ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/নূর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ