কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বাজারে আসার পর গুগল বেশ সক্রিয় থাকলেও উদ্ভাবনের দৌড়ে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কাছে বেশ পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। আর তাই চলতি বছরের শুরুতে ওপেনএআই গুগল তাদের চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে ‘শিডিউলড টাস্ক’ সুবিধা চালুর পর এবার নিজেদের এআই সহকারী জেমিনিতে একই ধরনের সুবিধা চালু করতে যাচ্ছে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ‘শিডিউলড অ্যাকশনস’ সুবিধা চালু হলে জেমিনির মাধ্যমে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করাতে পারবেন ব্যবহারকারীরা। শুধু নির্দিষ্ট সময়ে কাজ করানোই নয়, পূর্বনির্ধারিত বা পুনরাবৃত্তিমূলক কাজের জন্য ব্যবহৃত প্রম্পটও ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী পরিবর্তন করে দেবে জেমিনি। প্রাথমিকভাবে ‘গুগল এআই প্রো’ ও ‘আল্ট্রা’ গ্রাহকদের জন্য এ সুবিধা চালু করা হবে। পাশাপাশি গুগল ওয়ার্কস্পেসের নির্দিষ্ট কিছু বিজনেস ও এডুকেশন প্ল্যানের গ্রাহকেরাও সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন।

গুগলের তথ্যমতে, শিডিউলড অ্যাকশনসের পাশাপাশি শিগগির ‘জেমিনি ২.

৫ প্রো’ ল্যাঙ্গুয়েজ মডেলের একটি উন্নত সংস্করণ উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠানটির দাবি, এই সংস্করণ কোড লেখার কাজে আগের যেকোনো মডেলের তুলনায় অনেক বেশি কার্যকর হবে। জেমিনির লাইভ ফিচার ব্যবহারের অভিজ্ঞতায়ও পরিবর্তন আনা হয়েছে। আগে এটি চালু করতে ব্যবহারকারীকে স্ক্রিনের নিচে থাকা নির্দিষ্ট বোতামে চাপ দিতে হতো। এখন থেকে মুঠোফোনের পর্দার ডান পাশ থেকে বাম দিকে আঙুল সরালেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে ‘জেমিনি লাইভ’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ