ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে কাল (বুধবার) থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল, যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এবারের আসরে চমক দেখানো দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন, দুই দলই নিজেদের একাদশ ঘোষণা করেছে সংবাদ সম্মেলনে।

প্রোটিয়াদের উত্থান:
প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০১৯–২১) দক্ষিণ আফ্রিকার অবস্থান ছিল পাঁচ নম্বরে। তবে ২০২১–২৩ চক্রে তারা উঠে আসে তিন নম্বরে। এবার ২০২৩–২৫ চক্রে এসে দলটি জায়গা করে নিয়েছে ফাইনালে, যেখানে তারা লড়বে শিরোপা ধরে রাখার মিশনে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রোটিয়া একাদশে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য। টপ অর্ডারে আছেন এই চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহক রায়ান রিকেলটন। তার সঙ্গে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি নিজেও ছিলেন দারুণ ফর্মে। মিডল অর্ডারে দেখা যাবে এইডেন মার্করাম, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস এবং ডেভিড বেডিংহামকে। অলরাউন্ডার হিসেবে খেলছেন উইয়ান মুলডার। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিদি ও মার্কো ইয়ানসেন। একমাত্র স্পিনার হিসেবে আছেন কেশব মহারাজ।

আরো পড়ুন:

যোগ দিয়েছেন মুশতাক, ১৩ জুন বাংলাদেশের শ্রীলঙ্কা যাত্রা

বিসিবি নির্বাচনে সৈয়দ আশরাফুলের ‘আগ্রহ’

অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ও ফিরে আসা:
অস্ট্রেলিয়া তাদের একাদশে বেশ কিছু চমক রেখেছে। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২১ উইকেট নেওয়া পেসার স্কট বোল্যান্ডকে জায়গা না দিয়ে একাদশে ফিরিয়েছে অভিজ্ঞ জশ হ্যাজলউডকে। বাদ পড়েছেন তরুণ ব্যাটার স্যাম কনস্টাস ও মিচেল মার্শ। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মার্নাস ল্যাবুশেন ও ক্যামেরন গ্রিন, যিনি ১৬ মাস পর টেস্টে ফিরছেন। নতুন মুখ হিসেবে পেস বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টার রয়েছেন একাদশে। দলের একমাত্র স্পিনার হিসেবে খেলছেন নাথান লায়ন।

ফাইনালের লড়াই হতে যাচ্ছে দুই ভিন্ন ঘরানার দলের। একদিকে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নতুন যুগের আত্মবিশ্বাস। কে জিতবে লর্ডসের ট্রফি? তা জানার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিন।

অস্ট্রেলিয়ার একাদশ:
উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ,  কাগিসু রাবাদা ও লুঙ্গি এনগিদি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ