টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: দেখে নিন দুই দলের একাদশ
Published: 10th, June 2025 GMT
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে কাল (বুধবার) থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল, যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এবারের আসরে চমক দেখানো দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন, দুই দলই নিজেদের একাদশ ঘোষণা করেছে সংবাদ সম্মেলনে।
প্রোটিয়াদের উত্থান:
প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (২০১৯–২১) দক্ষিণ আফ্রিকার অবস্থান ছিল পাঁচ নম্বরে। তবে ২০২১–২৩ চক্রে তারা উঠে আসে তিন নম্বরে। এবার ২০২৩–২৫ চক্রে এসে দলটি জায়গা করে নিয়েছে ফাইনালে, যেখানে তারা লড়বে শিরোপা ধরে রাখার মিশনে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে।
প্রোটিয়া একাদশে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য। টপ অর্ডারে আছেন এই চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহক রায়ান রিকেলটন। তার সঙ্গে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি নিজেও ছিলেন দারুণ ফর্মে। মিডল অর্ডারে দেখা যাবে এইডেন মার্করাম, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস এবং ডেভিড বেডিংহামকে। অলরাউন্ডার হিসেবে খেলছেন উইয়ান মুলডার। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিদি ও মার্কো ইয়ানসেন। একমাত্র স্পিনার হিসেবে আছেন কেশব মহারাজ।
আরো পড়ুন:
যোগ দিয়েছেন মুশতাক, ১৩ জুন বাংলাদেশের শ্রীলঙ্কা যাত্রা
বিসিবি নির্বাচনে সৈয়দ আশরাফুলের ‘আগ্রহ’
অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ও ফিরে আসা:
অস্ট্রেলিয়া তাদের একাদশে বেশ কিছু চমক রেখেছে। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২১ উইকেট নেওয়া পেসার স্কট বোল্যান্ডকে জায়গা না দিয়ে একাদশে ফিরিয়েছে অভিজ্ঞ জশ হ্যাজলউডকে। বাদ পড়েছেন তরুণ ব্যাটার স্যাম কনস্টাস ও মিচেল মার্শ। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মার্নাস ল্যাবুশেন ও ক্যামেরন গ্রিন, যিনি ১৬ মাস পর টেস্টে ফিরছেন। নতুন মুখ হিসেবে পেস বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টার রয়েছেন একাদশে। দলের একমাত্র স্পিনার হিসেবে খেলছেন নাথান লায়ন।
ফাইনালের লড়াই হতে যাচ্ছে দুই ভিন্ন ঘরানার দলের। একদিকে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নতুন যুগের আত্মবিশ্বাস। কে জিতবে লর্ডসের ট্রফি? তা জানার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিন।
অস্ট্রেলিয়ার একাদশ:
উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসু রাবাদা ও লুঙ্গি এনগিদি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক