বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া পাঁচটি মুচি পরিবার এখন কোথায় যাবে
Published: 11th, June 2025 GMT
‘আগে কয়েকটা ঘর ভাঙছিল। চামড়া কিননের টেহা-পয়সা লুট কইরা লইয়া গেছিল। আইজ দুপুরে দল বাইন্দা আইয়া বাকি সবার ঘরবাড়ি ভাইঙা গুঁড়াইয়া দিছে। গাছপালও কাইট্টা ফালাইয়া দিয়া গেছে। আর কোনো কিছুই নাই। তারা যা করছে, তা মাইনষের সাথে মাইনষে করে না। আমরা মুচারজাত দেইখ্খা কোনো বিচার পাই না। আমরার কী দোষ, বাবু, আপনিই কইন, আমরার জন্মই কি দোষের? এই ২২ জন মানুষ লইয়া অহন আমরা কই থাকবাম?’
গতকাল মঙ্গলবার বিকেলে কথাগুলো বলছিলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধ অনীল রবিদাস। তাঁর অভিযোগ, পাশের ধারা গ্রামের সিরাজ মিয়া লোকজন নিয়ে দফায় দফায় তাঁর বাড়িতে হামলা করে এসব ঘটনা ঘটিয়েছেন। এখন তিনি কোথায় থাকবেন, কী খাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিশকাকুনি ইউনিয়নের জালশুকা বাজারসংলগ্ন রেললাইনের পাশের একটি খাসজমিতে বংশ পরম্পরায় বসবাস করে আসছে মুচি সম্প্রদায়ের পাঁচটি পরিবার। নারী-শিশু মিলে পরিবারগুলোর সদস্যসংখ্যা বর্তমানে ২২। সম্প্রতি পার্শ্ববর্তী খলিশাউর ইউনিয়নের ধারা গ্রামের মৃত জানু মিয়ার ছেলে সিরাজ মিয়া ও বকুল মিয়া ওই জমি তাঁদের ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করেন এবং পরিবারগুলোকে উঠে যেতে বলেন। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে সুনীল রবিদাস জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ করেন। এর জেরে সিরাজ মিয়া ক্ষিপ্ত হয়ে প্রথমে গত বৃহস্পতিবার সুনীল রবিদাসের বাড়িতে হামলা ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন। সুনীলের অভিযোগ, হামলাকারীরা কোরবানির চামড়া কেনার জন্য ধার করে আনা ও গচ্ছিত কিছু টাকা লুট করে নিয়ে গেছে। এরপর ঈদের পরদিন পুনরায় হামলা চালিয়ে তিনটি ঘর ভাঙচুর করা হয়। আবার গতকাল মঙ্গলবার দুপুরে সেখানে হামলা চালিয়ে অবশিষ্ট দুটি ঘরও গুঁড়িয়ে দেওয়াসহ পরিবারের সদস্যদের মারধর করে উচ্ছেদ করা হয়। ফলে পরিবারের নারী, শিশুসহ ২২ জন সদস্য এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন।
গতকাল বিকেলে সেখানে গিয়ে দেখা গেছে, জালশুকা বাজারসংলগ্ন রেললাইনের পাশে একটুকরা বিধ্বস্ত জমি। গুঁড়িয়ে দেওয়া ঘরের মোচড়ানো টিন পড়ে আছে। হাঁড়িতে রান্না করা ভাত-তরকারি ছিটানো। ভাঙা চৌকি, খাটের পাশে বিছানার তোশক, কাপড়চোপড় মাটিতে মিশে আছে। পাশে খেতে জমে থাকা পানিতে আসবাব পড়ে আছে। এর পাশে মাথায় হাত দিয়ে কান্না করছিলেন বৃদ্ধা চম্পা রবিদাস। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অনীল রবিদাস বিবর্ণ মুখে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। পরিচয় দিয়ে কারা এ রকম করল, জিজ্ঞেস করলে তিনি কেঁদে ওঠেন। জানান, এই জায়গায় তাঁরা বহু বছর ধরে বসবাস করছেন। সম্প্রতি সিরাজ মিয়া জায়গাটি দখল করে নিতেই এই তাণ্ডব চালিয়েছেন। তিনি বলেন, ‘বাবু, এখন আমরা কই যাইয়াম, কই থাকবাম, কই বিচার দিয়াম? আমরার কোনোখানে জায়গা নাই। দুপুরে সেনাবাহিনী আইয়া দেইখ্খা গেছে। ভূমি অফিস থাইক্কা নায়েব সাহেবও আইছিলেন। বলছে, ব্যবস্থা একটা হইব। কিন্তু যারা আমরারে এই অবস্থা করল, তাদের কী বিচার হইব?’
হামলা চালিয়ে পাঁচটি ঘর গুঁড়িয়ে দেওয়াসহ পরিবারের সদস্যদের মারধর করে উচ্ছেদ করায় নারী, শিশুসহ ২২ জন সদস্য এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ল রব দ স পর ব র র আমর র সদস য র সদস
এছাড়াও পড়ুন:
বিএসবির বাশার প্রতারণার আরও ৯ মামলায় গ্রেপ্তার
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর চেয়ারম্যান খায়রুল বাশারকে আরও নয়টি প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ দিনের রিমান্ড শেষে খায়রুল বাশারকে আজ বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। প্রতারণার পৃথক নয়টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করেন আদালত।
মানি লন্ডারিং আইনের মামলায় ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, তাদের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খায়রুল বাশার তাঁর স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলেন। চক্রটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়াকরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া ভিসা প্রসেসিং, মনগড়া প্রতিনিধিত্ব ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হতো। কিন্তু অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের অনেকের নামে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনই করা হয়নি। আবার অনেকে বিদেশে গিয়ে নানাভাবে প্রতারিত হয়েছেন।
সিআইডির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৪৮ জন ভুক্তভোগী প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগী প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিভিন্ন থানায় মামলা করেছেন।
আরও পড়ুনউচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার১৪ জুলাই ২০২৫