জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদে গোসলে নেমে শিশুর মৃত্যু
Published: 11th, June 2025 GMT
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদের পানিতে গোসলে নেমেছিল দুই ভাই মাহিম (১৫) ও ফাহিম (১০)। ছোট ভাই গোসল করে উঠে এলেও নদের পানির স্রোতে তলিয়ে যায় মাহিম। পরে তার লাশ উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জাফলংয়ের পিয়াইন নদের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় নৌকার মাঝি ও স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বেলা সোয়া দুইটার দিকে মাহিমের লাশ উদ্ধার করেন। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শহীদপাড়া এলাকার মো.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বাসে সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন পর্যটক। তাঁদের মধ্যে দাদি সালমা বেগমের (৫০) সঙ্গে মাহিম ও ফাহিম জাফলং বেড়াতে এসেছিল। দুপুর ১২টার দিকে দুই ভাই মাহিম ও ফাহিম পিয়াইন নদে গোসলে নামে। সাঁতার না জানায় তারা নদের পাড়ে গোসল করছিল। একপর্যায়ে নদের কিছুটা নিচে নামে মাহিম। এ সময় ছোট ভাই ফাহিম গোসল শেষে ওপরে উঠে এলেও মাহিম নদের স্রোতে পানিতে তলিয়ে যায়।
সিলেটের জাফলং জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের ঢলউৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ফল য়
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক