জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদে গোসলে নেমে শিশুর মৃত্যু
Published: 11th, June 2025 GMT
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদের পানিতে গোসলে নেমেছিল দুই ভাই মাহিম (১৫) ও ফাহিম (১০)। ছোট ভাই গোসল করে উঠে এলেও নদের পানির স্রোতে তলিয়ে যায় মাহিম। পরে তার লাশ উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জাফলংয়ের পিয়াইন নদের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় নৌকার মাঝি ও স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বেলা সোয়া দুইটার দিকে মাহিমের লাশ উদ্ধার করেন। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শহীদপাড়া এলাকার মো.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বাসে সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন পর্যটক। তাঁদের মধ্যে দাদি সালমা বেগমের (৫০) সঙ্গে মাহিম ও ফাহিম জাফলং বেড়াতে এসেছিল। দুপুর ১২টার দিকে দুই ভাই মাহিম ও ফাহিম পিয়াইন নদে গোসলে নামে। সাঁতার না জানায় তারা নদের পাড়ে গোসল করছিল। একপর্যায়ে নদের কিছুটা নিচে নামে মাহিম। এ সময় ছোট ভাই ফাহিম গোসল শেষে ওপরে উঠে এলেও মাহিম নদের স্রোতে পানিতে তলিয়ে যায়।
সিলেটের জাফলং জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের ঢলউৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ফল য়
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা