টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের লক্ষ্য ‘৪-৫-৬’
Published: 12th, June 2025 GMT
‘‘পাল্লেকেলের আগে আমাদের গল, কলম্বোতে খেলা আছে। পাল্লেকেলে জয়ের ধারায় ফিরলে আগেরগুলো মিস হয়ে যাবে।’’ – কথা বলা শেষে মুখে চওড়া হাসি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
২০২১ সালে পাল্লেকেলেতে ১৬৩ রানের নজরকাড়া ইনিংস খেলেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। মুগ্ধতা ছড়ানো সেই টেস্ট শতকের পর শান্তকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দলে নিজের জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি অধিনায়কত্বও পেয়ে যান। তিন বছর পর তার নেতৃত্বে বাংলাদেশ আবার টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কায়। এবার শুধু শান্তই নয়, পুরো দলই খারাপ সময় কাটাচ্ছে। পাল্লেকেলেতে এবারও ম্যাচ আছে বাংলাদেশের। এর আগে অবশ্য খেলা আছে গল ও কলম্বোতে।
পাল্লেকেলে জয়ের ধারায় ফেরার আগে গল ও কলম্বোতেও জয় চান বাংলাদেশের অধিনায়ক। তাই তো পাল্লেকেলের সুখস্মৃতি থেকে আত্মবিশ্বাস পাবেন কি না—প্রশ্নের উত্তরে ওপরের কথাগুলো বলেছেন তিনি।
আরো পড়ুন:
ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ
ক্রিকেট থেকে বিরতিতে রশিদ খান
২০১৭ সালের পর বাংলাদেশ পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে শ্রীলঙ্কায়। দুই টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আজ দশজনের একটি বহর দ্বীপরাষ্ট্রে উড়াল দিয়েছে। আগামীকাল যাবেন বাকিরা। এই টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে।
আগের চক্রে ১২ টেস্টে চার জয় পাওয়া বাংলাদেশ এবার জয়ের সংখ্যা বাড়াতে চায়। শান্তকে এক বছরের জন্য পাকাপাকিভাবে টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছে। তার বিশ্বাস, দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়ায় দলকে পরিচালনা করার কাজটা সহজ হবে তার জন্য।
মিরপুরে বৃহস্পতিবার দুপুরে শান্ত বলেছেন, ‘‘প্রতিটি অধিনায়ক যদি দীর্ঘ সময় পায়, তাহলে খুবই ভালো। এর আগে আমি একটা বছর পেয়েছিলাম, দেড় বছরের মতো করেছি। আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে। আমি মনে করি, এখানে যে-ই অধিনায়ক থাকবে, তাকে যদি দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়—একটা বিশ্বকাপ বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র মাথায় রেখে—তাহলে পরিকল্পনা করা খুবই সহজ। আমার সঙ্গে বোর্ডের যে আলোচনা হয়েছে, তাতে আমি খুশি। তারা আমাকে আরও এক বছর সময় দিয়েছেন। এখন পর্যন্ত যে পরিকল্পনা বোর্ড ও আমি করেছি, সেটা নিয়ে আমি সন্তুষ্ট। পরিকল্পনা করা সহজ হবে।’’
শ্রীলঙ্কার বিপক্ষে নিকট অতীতে যতবারই খেলা হয়েছে, সেটা টেস্ট হোক বা ওয়ানডে বা টি-টোয়েন্টি, সবক্ষেত্রেই উত্তেজনা ছড়িয়েছে। নিদাহাস ট্রফি থেকে শুরু করে ২০২৩ বিশ্বকাপের টাইমড আউট ম্যাচ—সবকিছুতেই একটা যুদ্ধ-যুদ্ধ ভাব ছিল। দীর্ঘ সময় পর বাংলাদেশ যাচ্ছে দ্বীপরাষ্ট্রটিতে। এবারও তেমন আবেগ তৈরি হতে পারে। মানসিকভাবে সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন শান্ত, ‘‘হোক না, হলে তো ভালোই, খারাপ কী, হোক।’’
শান্তর স্কোয়াডে ১৭ মাস পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত হোসেন। তার ফেরায় বেশ উচ্ছ্বসিত অধিনায়ক, ‘‘এখন কামব্যাক করেছে, সুযোগ এলে আবার খেলবে। এটা দলের জন্য বাড়তি একটি শক্তি হিসেবে কাজ করবে। আশা করব, সুযোগ এলে সেখানেও ভালো পারফর্ম করবে। প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে। আশা করব, ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে অবদান রাখবে।’’
সবশেষ টেস্ট চক্রে বাংলাদেশ তিনটি ম্যাচ দেশের বাইরে একটি দেশের মাটিতে জিতেছে। এবার শুধু জয়ের সংখ্যা বাড়াতেই নয়, দেশেও বিজয়ের পতাকা উড়াতে চায় বাংলাদেশ। থাকতে চায় ৪-৫-৬ নম্বরে।
“টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা গত বছর (চক্রে) ৭ নম্বরে শেষ করেছি। এই বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪-৫-৬ নম্বরের মধ্যে আসতে পারি। তাহলে খুব ভালো হয়।”
“গত বছর (চক্রে) জয়ের হার সম্ভবত ৪৫ শতাংশ (আসলে ৪৫ পয়েন্ট ও ৩১.
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট স ট চ য ম প য়নশ প দ র ঘ সময় র জন য
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।
গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।