সপ্তাহখানেক আগে এই আহমেদাবাদে হয়েছে আইপিএল ফাইনাল। ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম এ শহরে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল জিতে শিরোপা-উৎসব করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সেই আহমেদাবাদ আজ ভয়ংকর এক দুর্ঘটনার কারণে বিশ্বজুড়ে আলোচনায়। সেখানে আজ দুপুরে ২ শিশুসহ ২৩০ যাত্রী এবং ২ পাইলট ও ১০ ক্রুবাহী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির গন্তব্যস্থল ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর।

এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই মেঘানি নগর এলাকার বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ক্যানটিনের ওপর আছড়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই। প্রাণ হারিয়েছেন ৫ মেডিকেল শিক্ষার্থীও।

মর্মান্তিক এ ঘটনায় ভারতের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমেছে এসেছে। যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদবের মতো দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের হৃদয় কাঁদছে দুর্ঘটনার শিকার হওয়া মানুষদের জন্য।

এ তালিকায় আছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানও। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজিও ভুক্তভোগী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সাবেক কুস্তিগির ভিনেশ ফোগাট, মেয়েদের ব্যাডমিন্টনের অন্যতম শীর্ষ তারকা পিভি সিন্ধুও দুঃখ প্রকাশ করেছেন।

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক খবর। যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। এই কঠিন সময়ে তাঁরা যেন শক্তি পান।যুবরাজ সিংবিমান বিধ্বস্তের সময় বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ক্যানটিনে দুপুরের খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহম দ ব দ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ