আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: কাঁদছে যুবরাজ–রশিদদের হৃদয়
Published: 12th, June 2025 GMT
সপ্তাহখানেক আগে এই আহমেদাবাদে হয়েছে আইপিএল ফাইনাল। ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম এ শহরে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল জিতে শিরোপা-উৎসব করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
সেই আহমেদাবাদ আজ ভয়ংকর এক দুর্ঘটনার কারণে বিশ্বজুড়ে আলোচনায়। সেখানে আজ দুপুরে ২ শিশুসহ ২৩০ যাত্রী এবং ২ পাইলট ও ১০ ক্রুবাহী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির গন্তব্যস্থল ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর।
এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই মেঘানি নগর এলাকার বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ক্যানটিনের ওপর আছড়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই। প্রাণ হারিয়েছেন ৫ মেডিকেল শিক্ষার্থীও।
মর্মান্তিক এ ঘটনায় ভারতের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমেছে এসেছে। যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদবের মতো দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের হৃদয় কাঁদছে দুর্ঘটনার শিকার হওয়া মানুষদের জন্য।
এ তালিকায় আছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানও। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজিও ভুক্তভোগী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সাবেক কুস্তিগির ভিনেশ ফোগাট, মেয়েদের ব্যাডমিন্টনের অন্যতম শীর্ষ তারকা পিভি সিন্ধুও দুঃখ প্রকাশ করেছেন।
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক খবর। যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। এই কঠিন সময়ে তাঁরা যেন শক্তি পান।যুবরাজ সিংবিমান বিধ্বস্তের সময় বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ক্যানটিনে দুপুরের খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আহম দ ব দ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত