সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রুকশানা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।

শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহত রুকশানার চার বছর বয়সী মেয়ে তোফা আক্তার আহত হয়।

নিহত রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের ফিরিজ আলীর স্ত্রী। অভিযুক্ত যুবক মো.

জসিম উদ্দিন (২৬) একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে এবং নিহতের ভাতিজা।

আরো পড়ুন:

মাঠে পড়ে ছিল স্ত্রীর মরদেহ, গাছে ঝুলছিল স্বামীর লাশ

পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলাকেটে হত্যা

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জসিম উদ্দিন তার চাচি রুকশানা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার রাতে সে তার বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রুকশানার ওপর হামলা চালায়। চিৎকার শুনে আশপাশের মানুষ এসে রুকশানাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “আমরা খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে জানতে পেরেছি। তারা সম্পর্কে চাচি-ভাতিজা এবং একই পরিবারে বসবাস করতেন। মনে কুমতলব ছিল বলে এলাকাবাসী আমাদের জানিয়েছেন।”

অভিযুক্ত যুবককে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

ঢাকা/মনোয়ার/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ক প রস ত ব ন হত র

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ