চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। পদের নাম ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার। এ পদে মোট ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৭ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস। এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আরও পড়ুনবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ১৩ মে ২০২৫

অন্যান্য যোগ্যতা: হেভি ভেহিকেল ড্রাইভিংয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: ৩২ বছর।
আবেদন ফি: ১০০ টাকা।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

আবেদন পদ্ধতি—


আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়—

১৬ জুন, ২০২৫

আরও পড়ুনচীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মিলবে বই কেনারও অর্থ, আইইএলটিসে ৭ হলে আবেদন০৭ মে ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ