বন্ধুদের সঙ্গে ঝরনার কূপে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর
Published: 15th, June 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বড় দারোগার হাটের আগে পাহাড়ের ভেতর রূপসী ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।
আসিফ উদ্দিন চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কামালগেট এলাকার মো. গোলাপের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
আসিফের বন্ধু মেহেদী হাসান জানান, তারা পাঁচ বন্ধু মিলে রোববার চট্টগ্রাম থেকে রূপসী ঝরনায় বেড়াতে যান। বেলা ১১টার দিকে ঝরনা এলাকায় পৌঁছান। কিছুক্ষণ আনন্দ করার পর সবাই মিলে ঝরনার একটি কূপে গোসলে নামেন। এ সময় আসিফ ডুবে যান। বন্ধুরা মিলে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কূপ থেকে আসিফের মৃতদেহ উদ্ধার করেন।
আরেক বন্ধু নাফিজ আহম্মেদ জানান, আসিফ সাঁতার জানত না। ফায়ার সার্ভিস জানায়, ওই পর্যটকের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাহিদুল হোসেন আরমান বলেন, জাতীয় জরুরি সেবাকেন্দ্র থেকে পর্যটক নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মিরসরাই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল