এমন শুরু আর কারও কপালে জোটেনি!

আয়ারল্যান্ডের হয়ে কাল ব্রেডিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে পেসার লিয়াম ম্যাকার্থির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৪ ওভারে ৮১ রান হজম করেছেন এই পেসার।

টি-টোয়েন্টির অভিষেকে এর আগে এত রান কোনো বোলারই হজম করেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে খরুচে বোলিং আছে শুধু একটি। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দিয়েছিলেন গাম্বিয়ার মুসা জোবার্তে। মানে টেস্ট খেলুড়ে কোনো দেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং ম্যাকার্থিরই।

আরও পড়ুনসংঘাতের পর আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে কোথায়১ ঘণ্টা আগে

কাল ম্যাকার্থি ২৪টি বল করে চার-ছক্কাই হজম করেছেন ১৬টি। ৫টি ছক্কার সঙ্গে খেয়েছেন ১১টি চার। ৫টি ছক্কা অবশ্য তাঁর দলের আরও তিন বোলার হজম করেছেন। ম্যাকার্থি ছাড়া আরও তিনজন ৪ ওভারে কমপক্ষে ৫০ রান দিয়েছেন। তাতেই ওয়েস্ট ইন্ডিজ তুলেছে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান।

কাল ম্যাকার্থি যখন বোলিংয়ে আসেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪ ওভারে ৪৫ রান। বল হাতে নিয়েই বড় ধাক্কা খেয়েছেন। তাঁর প্রথম দুই বলে টানা দুটি ছক্কা মারেন শাই হোপ। প্রথম ওভারে ম্যাকার্থি খরচ করেন ২১ রান।

নবম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আবারও বেধড়ক পিটুনি খান। এবার আক্রমণে ছিলেন এভিন লুইস। এক ছক্কা ও চারটি চার মেরে ওই ওভারে তুলেছেন ২৪ রান। ম্যাকার্থি তৃতীয় ও চতুর্থ ওভারে ‘কিছুটা সাশ্রয়ী’ ছিলেন। দুটি ওভারেই দিয়েছেন ১৮ রান করে। এভাবেই তিনি খরচ করেন ৮১ রান।

৪ ওভার ম্যাকার্থি রান খরচ করেন ৮১.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একঝলক (৩ নভেম্বর ২০২৫)

ছবি: আবদুর রহমান

সম্পর্কিত নিবন্ধ