এমন শুরু আর কারও কপালে জোটেনি!

আয়ারল্যান্ডের হয়ে কাল ব্রেডিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে পেসার লিয়াম ম্যাকার্থির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৪ ওভারে ৮১ রান হজম করেছেন এই পেসার।

টি-টোয়েন্টির অভিষেকে এর আগে এত রান কোনো বোলারই হজম করেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে খরুচে বোলিং আছে শুধু একটি। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দিয়েছিলেন গাম্বিয়ার মুসা জোবার্তে। মানে টেস্ট খেলুড়ে কোনো দেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং ম্যাকার্থিরই।

আরও পড়ুনসংঘাতের পর আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে কোথায়১ ঘণ্টা আগে

কাল ম্যাকার্থি ২৪টি বল করে চার-ছক্কাই হজম করেছেন ১৬টি। ৫টি ছক্কার সঙ্গে খেয়েছেন ১১টি চার। ৫টি ছক্কা অবশ্য তাঁর দলের আরও তিন বোলার হজম করেছেন। ম্যাকার্থি ছাড়া আরও তিনজন ৪ ওভারে কমপক্ষে ৫০ রান দিয়েছেন। তাতেই ওয়েস্ট ইন্ডিজ তুলেছে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান।

কাল ম্যাকার্থি যখন বোলিংয়ে আসেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪ ওভারে ৪৫ রান। বল হাতে নিয়েই বড় ধাক্কা খেয়েছেন। তাঁর প্রথম দুই বলে টানা দুটি ছক্কা মারেন শাই হোপ। প্রথম ওভারে ম্যাকার্থি খরচ করেন ২১ রান।

নবম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আবারও বেধড়ক পিটুনি খান। এবার আক্রমণে ছিলেন এভিন লুইস। এক ছক্কা ও চারটি চার মেরে ওই ওভারে তুলেছেন ২৪ রান। ম্যাকার্থি তৃতীয় ও চতুর্থ ওভারে ‘কিছুটা সাশ্রয়ী’ ছিলেন। দুটি ওভারেই দিয়েছেন ১৮ রান করে। এভাবেই তিনি খরচ করেন ৮১ রান।

৪ ওভার ম্যাকার্থি রান খরচ করেন ৮১.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ