টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা
Published: 16th, June 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের হলিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের চাচাতো ভাই আয়নাল মিয়া (৬০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে আয়নাল মিয়া ও তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশে ওই বিরোধপূর্ণ জমিতে গাছের চারা রোপণ করতে যান। তখন আয়নাল ও সেলিনা তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে আয়নাল ও সেলিনা তাঁকে কিল–ঘুষি মারতে থাকেন। এতে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। রফিকুলের চিৎকার শুনে ভাই শামসুল আলম ছুটে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন রফিকুল ইসলামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আয়নাল মিয়া ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। নিহত রফিকুল ইসলামের ভাই শামসুল আলম তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আয়ন ল
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//