টাঙ্গাইলে সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
Published: 16th, June 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মুক্ত খবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই।
সোমবার (১৬ জুন) সকালে মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। গ্রেপ্তার দুজন হলেন—একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোমবার সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যান। এ সময় চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কিল-ঘুষিতে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। রফিকুলের চিৎকারে তার ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল-ঘুষি মারেন আয়নাল। পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে রফিকুলের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলে গিয়ে আয়নাল ও সেলিনাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহতের ভাই শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। রফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/কাওছার/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম আয়ন ল
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে