কাফরুল থেকে বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
Published: 17th, June 2025 GMT
রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে আদি ইবনে জামান নামের ১৩ বছর বয়সী এক কিশোর দুই দিন ধরে নিখোঁজ। সে ঢাকার বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আদি ইবনে জামানের পরিবার জানায়, গত সোমবার সকাল সোয়া নয়টার দিকে বাসা থেকে বেরিয়ে সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় সোমবার তাঁর বাবা মনিরুজ্জামান কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নিখোঁজের পর বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করেছেন, কিন্তু সন্ধান মেলেনি।
এ ঘটনা তদন্ত করছেন কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিখোঁজ আদি ইবনে জামান সঙ্গে কোনো ডিভাইস (ইলেকট্রনিক যন্ত্র) নিয়ে যায়নি। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। বাসা থেকে কিছু দূর পর্যন্ত ক্যামেরায় তাঁর অবস্থান শনাক্ত করা গেছে। একপর্যায়ে সেটি আর সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রবীন সাংবাদিক আব্দুল্লার শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম
বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অসুস্থ্য প্রবীন সাংবাদিক এসএম আব্দুল্লাহ খোঁজ খবর নিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কলাবাগস্থ তার নিজ বাড়িতে এসে তারা এ খোঁজখবর নেন । ওই সময় সাংবাদিক এসএম আব্দুল্লাহর পাশে কিছুক্ষণ সময় কাটান ও তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি মেহেদী হাসান রিপন,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফসহ বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সাংবাদিক এসএম আব্দুল্লাহ গত শনিবার সকাল এগারোটার দিকে প্রচন্ড ভাইরাস জ্বড়ে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বাড়িতে টানা ৬ দিন যাবৎ তিনি অসুস্থ্য হয়ে শয্যাশায়ী রয়েছেন।
মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফারুক আহেমেদের নিবির পর্যবেক্ষণে আছেন তিনি। তবে বর্তমানে কিছুটা উন্নতি হলেও শংকা কাটেনি বলে জানা গেছে।