ঢাকায় অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো ২৮ জুন
Published: 17th, June 2025 GMT
দেশের বাইরে উন্নত শিক্ষা নিতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ নিয়ে এসেছে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল। আগামী ২৮ জুন প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো।
অনুষ্ঠানটি ঢাকার ওয়েস্টিন হোটেলে সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পাবেন। আরও জানতে পারবেন কোন কোর্স তাদের আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী উপযুক্ত, তা নিয়ে ব্যক্তিগত পরামর্শ পাবেন,। এছাড়াও আবেদন প্রক্রিয়া, ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কীভাবে এবং কোন যোগ্যতায় সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন, গ্র্যাজুয়েশন শেষে চাকরির সুযোগ ও পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করতে পারবেন।
এছাড়াও শিক্ষার্থীরা চাইলে অ্যাপ্লিকেশন ফি ছাড়াই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে অন-দ্য-স্পট আবেদন করতে পারবেন। এতে সময় যেমন বাঁচবে, তেমনি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিক মূল্যায়ন পাওয়ার সুযোগও তৈরি হবে। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রব ন
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।