বরগুনায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে মেঝেতে, নার্সদের ডেস্কের পেছনে, ওয়ার্ডের বারান্দায়
Published: 18th, June 2025 GMT
বরগুনার মানুষ কয়েক বছর ধরেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এ বছর যে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, সেই সতর্কতাও ছিল। বছরের শুরুতে কীটতত্ত্ববিদেরা বলেছিলেন, বরগুনায় এডিস মশা বিস্তারের ঝুঁকি আছে। তবু প্রশাসন প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের উদাসীনতায় ডেঙ্গুতে ভুগছে বরগুনা।
এখন বরগুনা জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর ঢল নেমেছে। ২৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ৫০ জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। রোগীর পরিস্থিতি জানার জন্য নিয়মিত রক্তের অণুচক্রিকা বা প্লাটিলেট পরিমাপ করে দেখতে হয়। কিন্তু এ হাসপাতালে প্রয়োজনীয় সব পরীক্ষা হচ্ছে না। অনেক রোগীকে পরীক্ষার জন্য যেতে হচ্ছে শহরের বিভিন্ন ক্লিনিকে। এটা রোগীর জন্য অনেক কষ্টের, স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যায়। পাশাপাশি রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সব রোগী খাবারও পাচ্ছেন না। খাবার আনতে হচ্ছে হাসপাতালের বাইরে থেকে।
হাসপাতালের এ চিত্র গত পরশু সোমবারের। মশা বিস্তারের উপযুক্ত পরিবেশও শহর ঘুরে দেখা গেছে। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় নির্মাণকাজ দেখা গেছে। গলির মধ্যে বাড়ির সামনে পানির পাত্র চোখে পড়ে, অনেক বাড়ির সামনে পানি জমে আছে। থানাপাড়ায় একটি বাড়ির কয়েকজন সদস্য বলেন, তাঁরা নিজেরাই সচেতনভাবে পানি সংরক্ষণ ও ব্যবহার করেন না। এ পাড়ায় সর্বশেষ মশার ওষুধ দেওয়া হয়েছে মাসখানেক আগে। সাহাপাড়ায় এক চায়ের দোকানি বলেন, কয়েকজন মারা গেছেন। এখন যদি মানুষের হুঁশ হয়।
এখন বরগুনা জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর ঢল নেমেছে। ২৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ৫০ জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।গত বছর ও চলতি বছরের শুরুতে কীটতত্ত্ববিদেরা বলেছিলেন, বরগুনায় ডেঙ্গু বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ মশা নিধন ও জনসচেতনতায় গুরুত্ব দেয়নি। স্বাস্থ্য বিভাগ চিকিৎসার সার্বিক প্রস্তুতি নিয়ে রাখেনি। প্রশাসন এখন বলছে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিরা এখন বরগুনায় এসেছেন। তাঁদের কাছ থেকে জানা যাবে, কেন বরগুনায় ডেঙ্গু বেশি।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৪৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় শনাক্ত হয়েছে ৮২ জন। এ বছর গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। মারা গেছেন ৩০ জন। এ পর্যন্ত বরগুনায় মারা গেছেন ৫ জন আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩১ জন। সারা দেশের আক্রান্তের ২৮ শতাংশ শুধু এ জেলায়। গতকাল সদর হাসপাতালে শুধু ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ২৩৩ জন।
গত বছর ও চলতি বছরের শুরুতে কীটতত্ত্ববিদেরা বলেছিলেন, বরগুনায় ডেঙ্গু বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ মশা নিধন ও জনসচেতনতায় গুরুত্ব দেয়নি।শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন একজন ডেঙ্গু রোগী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বরগ ন য় ড ঙ গ ন বরগ ন
এছাড়াও পড়ুন:
দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।
তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল