গিয়াস উদ্দিন সেলিমের  ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই শোবিজে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্ল সম্প্রতি জুটি বেঁধেছেন তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ’র সঙ্গে। ‘নীলচক্র’ সিনেমায় অভিনয়ের সুবাদে একে অন্যের কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছেন। ‘নীলচক্র’ সিনেমায় এই জুটির রসায়ন দর্শকের প্রসংশা পেয়েছে।

শুভ’র দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, ফলে তিনি এখন সিঙ্গেল। মন্দিরাও সিঙ্গেল। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন দর্শক। তাদের প্রশ্ন আরিফিন শুভ মন্দিরাকে বিয়ে করতে চাইলে কী সিদ্ধান্ত নেবেন এই নায়িকা।

একটি ভিডিও সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘‘আমি জানি না আমি করবো? এ রকম কি হওয়ার চান্স আছে? আমার মনে হয় না। সে আমার খুব ভালো কলিগ। বন্ধুও বলা যেতে পারে। এ রকম কোনো প্রশ্ন আসেনি। যদি এরকম কোনো মোমেন্ট বা সিচুয়েশন আসেও তাহলে আমার কী বলতে হবে, তা আমি এই মুহূর্তে বলতে পারবো না। নাও বলতে পারি আবার হ্যাঁও বলে দিতে পারি।’’

আরো পড়ুন:

সুচিত্রা সেন ও শাবানার বায়োপিকে কাজ করতে চান বুবলী

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান ‘আমি যারে ভালোবাসি’

সম্প্রতি মন্দিরা চক্রবর্তী তার  ফেসবুকে নায়কের সঙ্গে নিজের কিছু ছবি  পোস্ট করেছেন। ক্যাপশনে মন্দিরা লিখেছেন, এই  যে পাশে এলে, এই  যে কাছে এলে।  যদিও মন্দিরার  দেওয়া ক্যাপশনের এই কথাগুলো সিনেমার গান ‘যেতে যেতে পথে’  থেকে  নেওয়া। তারপরেও দর্শকের এই কথার মধ্যে দুইজনের প্রেমের চিহ্ন খুঁজে ফিরছেন।

 সিনেমার প্রচারে মন্দিরা ও শুভ নতুন এক উপায় খুঁজে নিয়েছেন। একে অন্যকে প্রশ্ন করা, হাসি, বন্ধুত্ব ও ক্যান্ডিড ছবিতে  দেখা গেছে এই জুটিকে। সিনেমার প্রচারে এই জুটির খুনসুটি দেখে  এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শক।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন দ র

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ