ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তাতে আর নীরব বসে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডিএসসিসির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। যদিও সরকার জানিয়েছে, বর্তমানে এ দাবি মানার সুযোগ নেই। তবে আন্দোলন অব্যাহত রয়েছে এবং ইশরাক হোসেন জানিয়েছেন, নাগরিক সেবা তাদের তত্ত্বাবধানে সচল থাকবে।

আরো পড়ুন:

ডিএনসিসি প্রশাসক
নগর পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করতে হবে

ডিএসসিসির ডেঙ্গু–করোনা রোধে বাড়ছে সচেতনতা কার্যক্রম

এ প্রেক্ষাপটে আসিফ মাহমুদ বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। নাগরিক সেবা যেভাবে ব্যাহত হচ্ছে, তা উদ্বেগজনক। দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “আমাদের কাছে এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাগরিক সেবা স্বাভাবিক রাখতে আমরা বাইরে থেকে যতটুকু সম্ভব সহায়তা দিচ্ছি।”

সরকার সমস্যা সমাধানে পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগের বিষয়ে তিনি আরো বলেন, “সরকার বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন। এটা কোনো একক সিদ্ধান্তের বিষয় নয়। আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করি। রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

নাগরিক সেবায় অচলাবস্থা বিষয়ে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে। বিশেষ করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমরা উচ্চপর্যায়ে সতর্ক আছি। স্থানীয় সরকার বিভাগের সচিব ইতোমধ্যে একাধিক বৈঠক করেছেন। সিটি কর্পোরেশনগুলো কাজ করছে, যদিও অনেক কিছু হয়তো চোখে পড়ছে না। আমরা শিগগিরই বিস্তারিত জানাব।”

তিনি বলেন, “ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। সরকার এ বিষয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে এবং সামনে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/এএএম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ড এসস স সরক র

এছাড়াও পড়ুন:

ডি ব্রুইনা-সিটির পুনর্মিলনীতে হলান্ডের দ্রুততম ‘ফিফটি’

ম্যানচেস্টার সিটি ২-০ নাপোলি

ইতিহাদ ছেড়ে গিয়েছিলেন গত জুনে। তারপর এবারই তাঁর প্রথম ফেরা বড় সাধের এই স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির দর্শকেরা তাঁকে নায়কের মর্যাদায় বরণও করে নিলেও কোথায় যেন একটা অতৃপ্তি থেকে গেল। কেভিন ডি ব্রুইনা এখন হতে পারেন প্রতিপক্ষ, তবু ম্যাচের মাত্র ২৬ মিনিটে তাঁর বদলি হয়ে মাঠ ছাড়ার সময় সিটির দু-একজন সমর্থকদের মুখটা শুকনো দেখা গেল। ক্লাব কিংবদন্তিকে উঠে দাঁড়িয়ে তাঁরা সম্মান দেখিয়েছেন, তবে মাঠে আরও কিছুক্ষণ দেখতে চেয়েছিলেন নিশ্চয়ই!

কৌশলগত কারণে মাঠ ছাড়তে হয় ডি ব্রুইনাকে। নাপোলি কোচ আন্তোনিও কন্তে অবশ্য তাতে হার এড়াতে পারেননি। বিরতির পর আর্লিং হলান্ড ও জেরেমি ডকুর গোল হজম করতে হয়। সিটির ২-০ গোলের এ জয়ে দারুণ এক রেকর্ডও গড়েন হলান্ড।

৫৬ মিনিটে তাঁর গোলটির উৎস সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। লব করে দারুণভাবে বলটা তুলে সামনে বাড়িয়ে দেন, হেডে চ্যাম্পিয়নস লিগে নিজের ৫০তম গোল তুলে নেন হলান্ড। সেটা আবার এই প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম। ৪৯ ম্যাচে ‘ফিফটি’ পাওয়া হলান্ড পেছনে ফেললেন রুদ ফন নিষ্টলরয়কে (৬২ ম্যাচ)।

ডকুর গোলটি দেখার মতো। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে বল পেয়ে ভেতরে ঢুকে গোল করার পথে নাপোলির তিন খেলোয়াড় মিলেও তাঁকে থামাতে পারেননি। সিটির এই দুই গোলে এগিয়ে যাওয়া আসলে একটি সুবিধার ফল। ২১ মিনিটে বক্সে হলান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন নাপোলি অধিনায়ক ও রাইট ব্যাক জিওভান্নি ডি লরেঞ্জো। এরপর ১০ জনে পরিণত হওয়া ইতালিয়ান ক্লাবটির ওপর চেপে বসে সিটির আক্রমণভাগ।

গোল করলেন জেরেমি ডকু

সম্পর্কিত নিবন্ধ