সরাসরি: ইসরায়েলের বেয়ারশেভা ইরানের ‘টার্গেটে’, টানা দুই দিন হামলা
Published: 20th, June 2025 GMT
এখনও পর্যন্ত বেয়ারশেভায় ইরানের হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, শুধু ইসরায়েলি গণমাধ্যমে এক মন্তব্য এসেছে যে, প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো একটি ত্রুটি ঘটেছিল, যার ফলে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে।
বেয়ারশেভায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ জুন) ভোরে এই হামলা চালায় ইসরায়েল।
আরো পড়ুন:
ইরানের ‘লাল রেখা’ কী কী?
ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি কী?
ইসরায়েলিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘরের জানালার কাচ এবং আসবাবপত্রের ক্ষতির ছবি শেয়ার করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, পাঁচজন হালকা আহত হয়েছেন এবং আরো ৩০ জনকে আতঙ্কের কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আলজাজিরা লিখেছে, ইরান একটি একক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে নাকি একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তা এখনো নিশ্চিত নয়। ইসরায়েলি সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।
আলজাজিরা লিখেছে, তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, ইসরায়েলের কেন্দ্রীয় এলাকার তুলনায় কম ঘনবসতিপূর্ণ বেয়ারশেভা এখন ইরানের টার্গেটে রয়েছে। বৃহস্পতিবার সেখানে একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। যার ফলে দক্ষিণ ইসরায়েলের প্রধান হাসপাতাল সোরোকাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
এই মুহূর্তে কয়েকজনের সামান্য আহত হওয়ার খবর রয়েছে এবং একটি সরাসরি আঘাতের চিত্র সামনে এসেছে, যা ইসরায়েলি সামরিক সেন্সরের অনুমোদন পাওয়ার পর প্রকাশ করা হয়েছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
বনানীতে গুলিবিদ্ধ সেই হাসপাতালকর্মীর মৃত্যু
রাজধানীর বনানীতে গুলিতে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের এক সাবেক কর্মী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
নিহত জামান হোসেন (৪০) বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন এবং একসময় চতুর্থ শ্রেণির কর্মচারীর সংগঠনের (অফিস ক্লাব) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
জামান হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার রাত সোয়া ১০টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা-পুলিশকে জানানো হয়েছে।
জামানের বড় ভাই সালাউদ্দিন জানান, গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে চা খেতে যান জামান। এ সময় হঠাৎ মুখোশধারী দুই দুর্বৃত্ত দূর থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়।
জামানের ডান চোখের পাশে গুলি লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত জামান হোসেন মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।