স্ত্রীসহ হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Published: 23rd, June 2025 GMT
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া হাছান মাহমুদের একটি জিপ গাড়ি জব্দের আদেশও দেওয়া হয়েছে।
সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন গালিব আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
২১ ব্যাংক হিসাবের মধ্যে হাছান মাহমুদের নয়টি ব্যাংক হিসাবে রয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৬৬৪ টাকা। তার স্ত্রীর ১২ ব্যাংক হিসাবে আছে, ১ কোটি ৬১ লাখ ২২ হাজার ৪৬১ টাকা।
আরো পড়ুন:
নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি
সাবেক মন্ত্রী আব্দুর রহমানসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
দুদকের সহকারি পরিচালক আল-আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক পৃথক আবেদন করেন।
ঢাকা/এম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫