বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরায় তোলা প্রথম ছবিতে সন্ধান মিলল লাখো গ্যালাক্সির
Published: 24th, June 2025 GMT
চিলিতে অবস্থিত রুবিন অবজারভেটরিতে থাকা বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরায় তোলা মহাকাশের প্রথম ছবিতে দুই হাজারের বেশি গ্রহাণু ও লাখ লাখ গ্যালাক্সির (ছায়াপথ) সন্ধান মিলেছে। জ্যোতির্বিদ ভেরা রুবিনের নামে নামকরণ করা মানমন্দিরটিতে থাকা ক্যামেরাটির নাম লার্জ সিনপটিক সার্ভে টেলিস্কোপ (এলএসএসটি)। বিশাল আকারের এই ডিজিটাল ক্যামেরাটিতে তোলা প্রথম ছবিতে লাখ লাখ গ্যালাক্সি থেকে অভূতপূর্ব আলো ধারণ করেছে। বিজ্ঞানীরা আশা করছেন, বিশাল এই ডিজিটাল ক্যামেরার মাধ্যমে হাজার হাজার বছর আগের অদেখা গ্রহাণুর ছবি তোলা যাবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের চিফ অফ স্টাফ ব্রায়ান স্টোন জানিয়েছেন, রুবিন অবজারভেটরি আমাদের মহাবিশ্ব সম্পর্কে ইতিহাসের সব অপটিক্যাল টেলিস্কোপের চেয়েও বেশি তথ্য সংগ্রহ করবে। নতুন এই অবজারভেটরির মাধ্যমে এরই মধ্যে ২ হাজার ১০৪টি গ্রহাণু আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যার মধ্যে সাতটি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে। আমাদের সৌরজগতে আগে কখনো এসব গ্রহাণু দেখা যায়নি। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন জানিয়েছে, আমাদের সৌরজগতের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে, এমন যেকোনো আন্তনাক্ষত্রিক ধূমকেতু বা গ্রহাণু শনাক্ত করার জন্য ডিজিটাল ক্যামেরাটি ব্যবহার করা হবে।
এলএসএসটি ক্যামেরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ রহ ণ
এছাড়াও পড়ুন:
স্বপ্নের চরিত্রে প্রান্তর
‘আন্তঃনগর’, ‘৮৪০’ থেকে ‘জিম্মি’—একের পর এক সিরিজ ও সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার। সিরিজের বাইরে চলচ্চিত্র ও টিভি নাটকেও দেখা গেছে তাঁকে। ক্যারিয়ারে মাত্র দুই বছরেই ক্রমেই পায়ের তলার মাটি শক্ত করছেন প্রান্তর; বৈচিত্র্যময় সব চরিত্রে মেলে ধরেছেন নিজেকে। তবে একটি চরিত্র করার স্বপ্ন ছিল তাঁর? কী সেই চরিত্র? গতকাল শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন, ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের স্বপ্ন ছিল তাঁর। স্বপ্নটা সত্যি হয়েছে। সরকারি অনুদানে নির্মিত জীবন আমার বোন সিনেমায় বীর মুক্তিযোদ্ধা ‘মুরাদ’–এর চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার।
প্রান্তর দস্তিদার